Ipsita-Debottam: ‘টিটো’র কনে সেজে আত্মহারা, পর্দার বর দেবোত্তমকে নিয়ে কী বললেন ইপ্সিতা?
1 মিনিটে পড়ুন Updated: 07 Feb 2024, 01:44 PM IST‘আমার দারুণ লেগেছে এই লুকটা, মেকআপ রুমে নিজেকে দেখে নিজেই আত্মহারা হয়ে গিয়েছিলাম। লুকটা নেটপাড়ায় প্রশংসা কুড়োচ্ছে, আপনাদেরও ভালো লেগেছে দেখে খুব আনন্দ হচ্ছে।’ ইপ্সিতা বলেন, ‘দেবোত্তম দারুণ কো-অ্যাক্টর, আমি ওকে গল্পদাদু বলি। মেকআপ রুম জমিয়ে রাখে দেবোত্তমদা। ফের জুটি বেঁধে কাজ করতে পেরে ভালো লাগছে।’
দেবোত্তম-ইপ্সিতা