অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে কে না চেনেন! ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও বহু চরিত্রে অভিনয় করে ফেলেছেন আয়েশা। আর রিলের দুনিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চায় আয়েশা ভট্টাচার্যের একটি পোস্ট। কিন্তু কী এমন লিখেছিলেন আয়েশা?
আয়েশা ভট্টাচার্য লেখেন, ‘বাবার ব্রাহ্মণ ছেলে পছন্দ! এবার থেকে শুধু ব্রাহ্মণ ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবো আমি .......... Hi Brahman boys & Men’। আয়েশার এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায়।
একজন লেখেন, ‘তাহলে গ্যারান্টি দিলাম, একটাও পাবে না। পৈতে ধারণ করলে দ্বিজ বলা হয়, আর ব্রহ্ম জ্ঞান অর্জন করতে করতে নিজেই ব্রহ্ম প্রাপ্তি ঘটে। তাই জা আছে তা সব চিনা ব্রাহ্মণ। সেই তেজ কোথায়?’ আবার এই পোস্টের নিচে তর্ক জুড়ে দেয় বহু নেটিজেন। কারোর মন্তব্য, ‘What about ব্রহ্মদৈত্যি? I know they are dead but still ব্রাহ্মণ তো!(ব্রহ্মদৈতি হলে কেমন হয়, মৃত হলেও ব্রাহ্মণ তো?’ কারোর কটাক্ষ, ‘এমন বহু দেখেছি,, পরে মুসলিম বা মুচির সাথে পালিয়ে বিয়ে করে, বৈষম্য আমাদের নিজ ধর্মেও প্রচুর’। কারোর মন্তব্য, ‘আমার বাড়িতেও এই সমস্যা ছিল কিন্তু আমি সব উল্টে দিয়েছি’। কেউ আবার প্রশ্ন করেছেন, এধরনের পোস্টের অর্থ কি? কেউ বলেন, ‘Sc st দের পিছিয়ে পড়া বললে রাগ করে, কিন্তু পিছিয়ে পড়ার ভিত্তিতে রিজার্ভেশন নিতে রাগ করেনা।’ কেউ মজা করে লেখেন, ‘শুধুই ব্রাহ্মন , বামন চলবে কি?’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।