Twinkle Khanna Dimple Kapadia old photos: কালো সাদা পুরনো ছবিতে ছোট্ট টুইঙ্কলকে মা ডিম্পল কাপাডিয়ার হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে। মায়ের সঙ্গে স্মৃতির পাতা থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন টুইঙ্কল।
মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে টুইঙ্কল খান্না
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় প্রাক্তন বলিউড অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্না। প্রায়শই পরিবার, সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। মা বলিউডের প্রবীণ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে স্মৃতির পাতা থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন টুইঙ্কল।
কালো সাদা পুরনো ছবিতে ছোট্ট টুইঙ্কলকে মা ডিম্পল কাপাডিয়ার হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে। শাড়িতে অপূর্ব দেখাচ্ছে বলিউডের প্রবীণ অভিনেত্রীকে। ছোট্ট টুইঙ্কলের পরনে ফ্রক। দ্বিতীয় ছবিতে মায়ের কোলে বসে থাকতে দেখা গিয়েছে খুদে টুইঙ্কলকে। তৃতীয় ছবিটি প্রাক্তন বলিউড অভিনেত্রীর পরিণত বয়সের। সোফায় বসা ডিম্পল, তাঁর গা ঘেঁষে বসা টুইঙ্কল খান্না।
ছবিগুলি শেয়ার করে ক্য়াপশনে টুইঙ্কল লেখেন, ‘আমার শুধুমাত্র একটা স্যুটের প্রয়োজন এবং সহজেই তাঁর বাউন্সার হয়ে যেতে পারতাম। চল্লিশ বছর পরে, আমি এখনও তাঁর দেহরক্ষী। আমি স্যুট পেয়েছি এবং হাসির পিছনে কঠিন ছদ্মবেশ ধারণ করতেও শিখেছি। আপনার মায়ের জীবনে আপনি কোন ভূমিকা পালন করেন?’ আরও পড়ুন: সচিন, সৌরভ ও কুম্বলের মেয়েদের চেনেন, জানেন কী করেন তাঁরা