Holi 2024: ‘আমি কোনও বছরেই সেভাবে দোল খেলি না। আসলে দোল খেলতে আমি ভয় পাই। এই বছর সুকান্ত আমাকে দোল খেলতে রাজি করিয়েছে। খুবই উদ্দীপ্ত আর একটু ভয়ও লাগছে মনের মধ্যে'।
দোল মানেই তো রঙের উৎসব। এ বছর দোল আর হোলি পড়েছে একই দিনে। ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী অনন্যা গুহ। খুব ছোট বয়সে বিনোদন জগতে হাতেখড়ি তাঁর। একাধিক ধারাবাহিকে অভিনয় করে পরিচিত হয়ে উঠেছে দর্শকমহলে।
এ বছর দোলের কী প্ল্যান অনন্যার? হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি কোনও বছরেই সেভাবে দোল খেলি না। আসলে দোল খেলতে আমি ভয় পাই। এই বছর সুকান্ত আমাকে দোল খেলতে রাজি করিয়েছে। খুবই উদ্দীপ্ত আর একটু ভয়ও লাগছে মনের মধ্যে। এ বছর কলকাতাতেই দোল খেলছি। আসলে প্রত্যেক বছরই বাইরে চলে যাওয়া হয়'। আরও পড়ুন: ম্যাচ দেখতে হাজির ইডেনে, KKR জেতার পরই মাঠে নেমে সেলিব্রেশনে মাতলেন শাহরুখ
কল্যাণীর মেয়ে অনন্যা। গত বছরই ক্লাস টুয়েলভ পাস করেছেন তিনি। দোলের পরের দিনই ছিল পরীক্ষা। তাই গত বছর বাড়িতেই পড়াশোনা করে কাটিয়েছেন বলে জানান। বাড়িতে বসে সবার দোল খেলা দেখে উপভোগ করেছিলেন। একই সঙ্গে বলেছেন, ‘দোলে বাড়িতে থাকলে বাড়ির ভিতরেই বসে থাকি। বাড়ি থেকে বেরোই না। দোল খেলতে পছন্দ না করলেও দেখতে খুব ভালো লাগে। আমি মনে করি আমি সবাইকে রং মাখাতে পারব, কিন্তু কেউ আমাকে পারবে না। সেটা তো সম্ভব নয়। অন্য বছর রং মেখে ছবি তুলি, তবে এ বছর প্রথমবার দোল খেলব কাল’। আরও পড়ুন: প্রকাশ্যে ধূমপান! ইডেনে KKR vs SRH ম্যাচ চলাকালীন ভাইরাল শাহরুখের ভিডিয়ো, বইছে নিন্দার ঝড়