৯ মে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন আদৃত-কৌশাম্বি। শুরু থেকেই এই বিয়ে নিয়ে চর্চা চলছিল। তবে আবার এই বিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কারণটা 'মিঠাই রানি' সৌমিতৃষা। বিয়ে ও রিসেপশনে গোটা 'মিঠাই' পরিবার উপস্থিত থাকলেও কোথাও দেখা মেলেনি 'মিঠাইরানি'র। তবে আবার বিয়েতে না গেলেও রিসেপশনে ঠিক পৌঁছে গিয়েছিলেন সিদ্ধার্থ মোদকের আদুরে বোন 'শ্রীতমা' ওরফে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়।
অনস্ক্রিন দাদা এবং দিদিকে বিয়ের শুভেচ্ছা জানাতে এবং তাঁদের দুজনের মধ্যমণি হয়ে ছবি তুলতেও দেখা গেল দিয়াকে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিয়া মুখোপাধ্যায়। ক্যাপশানে আদৃত-কৌশাম্বিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘খুব ভালো থাকো, ভালবাসায় থাকো সারাজীবন। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।’ এসেছিলেন সিদ্ধার্থ মোদকের আরেক বোন নিপা ওরফে ঐন্দ্রিল সাহাও। তিনিও আদৃত-কৌশাম্বির সঙ্গে ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন-স্টার্টার থেকে মেন কোর্স, আদৃত-কৌশাম্বির রিসেপশনে এলাহি আয়োজন, মেনুতে কী কী ছিল?