আচমকাই খবর মেলে যে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা সুনীল শ্রফ। মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। মৃত্য়ুর তারিখও জানানো হয়নি। শুধু হিন্দি ছবিতে নয়, 'জুলি', ‘জঘন্য’, ‘অভয়’-এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সুনীল শ্রফ। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও।অভিনয় দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি।
প্রয়াত OMG-2 অভিনেতা সুনীল শ্রফ
বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খরব। প্রয়াত অভিনেতা সুনীল শ্রফ। মাসখানেক আগেই মুক্তি পেয়েছে OMG-2, যেখানে অক্ষয়কুমার, পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করেছেন সুনীল শ্রফ। তবে আচমকাই খবর মিলেছে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা সুনীল শ্রফ। মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। মৃত্য়ুর তারিখও জানানো হয়নি।
সিনেমা অ্যান্ড টিভি আর্টিস্ট ফোরামের (CINTAA) পক্ষ থেকে সুনীল শ্রফের মৃত্যুর খবর জানানো হয়েছে। OMG-2 ছাড়াও ২০২১-এ মুক্তি পাওয়া 'শিদ্দত' ছবিতেও দেখা গিয়েছিল সুনীল শ্রফকে। ছবিতে মোহিত রায়নার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শ্রফ। 'শিদ্দত' ছবিতে মোহিত, সুনীল ছাড়াও ছিলেন সানি কৌশল, রাধিকা মদন, ডায়না পেন্টি। 'কাবাদ দ্য কয়েন' ছবিতেও অভিনয় করেছেন সুনীল শ্রফ।
তবে শুধু হিন্দি ছবিতে নয়, 'জুলি', ‘জঘন্য’, ‘অভয়’-এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সুনীল শ্রফ। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও।অভিনয় দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি।