টলিপাড়ায় চর্চার Hot Topic এখন সোহিনী-শোভনের প্রেম। একসময় রণজয় বিষ্ণুর সঙ্গে জমিয়ে প্রেম করেছেন সোহিনী। তবে শেষের দিকে তাঁদের সম্পর্ক ছিল টালমাটাল। মাঝে প্রেম ভেঙেও যায়, পরে অবশ্য কিছুদিনের জন্য সম্পর্ক জোড়া লাগলেও তা টেকেনি। তবে সিঙ্গল থেকে মিঙ্গল হতে বেশি সময় নেননি সোহিনী সরকার। আপাতত গায়ক শোভনেই মন মজেছে তাঁর।
এদিনে আবার 'গুড্ডি' অভিনেতা রণজয় সহ-অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। 'গুড্ডি' ধারাবাহিক শেষ হতেই 'ঝনক'-এর শ্যুটিং করতে কাশ্মীরেও পাড়ি দিয়েছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। আবার রবিবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। অনুষ্ঠানের আগে নিজেদের খুনসুটির কিছু মুহূর্তও পোস্ট করেছিলেন রণজয়। যেটা তাঁদের প্রেমের চর্চায় আরও ঘি ঢালে। তবে শ্যামৌপ্তির সঙ্গে প্রেম নিয়ে কী বলছেন রণজয় বিষ্ণু?
আরও পড়ুন-মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে ঐশ্বর্য, এলেন সলমনও, দুজনের দেখা কি হল?
আরও পড়ুন-ভিকি-অঙ্কিতা, নীল-ঐশ্বর্যদের তুমুল ঝাগড়া, হাতাহাতি হল বলে! নেটপাড়া বলছে, ‘এতো কলতলার ঝগড়া’
আরও পড়ুন-শোভনের কাঁধে মাথা রেখে একান্তে প্রেমমাখা ছবি, নতুন সম্পর্কের কথা গোপন থাকল না সোহিনীর
রণজয় তাঁর প্রেমচর্চা নিয়ে আনন্দবাজারকে বলেন, ‘আমার সঙ্গে শ্যামৌপ্তির সম্পর্ক পুরোটাই রটনা। শ্যামৌপ্তি আমার চেয়ে অনেকটাই ছোট।’ রণজয়ের সাফ কথা, ‘আমি পোশাক বদলানোর মতো প্রেম বদলাতে পারি না। আমার জীবনে দুমদাম প্রেম আসে না। অন্য কারোর হতে পারে! সোহিনীকে সম্মান করি আজও।’