তিনিই বলিউডের সুপার হিরো, তাই হৃত্বিক রোশনের অনুরাগীর সংখ্যা এদেশে কিছু কম নেই। তবে কলকাতায় হৃত্বিকের ‘সবচেয়ে বড় অনুরাগী’ কে জানেন? ইনি অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্তত তিনি নিজেকে হৃত্বিকের ‘সবচেয়ে বড় ভক্ত’ বলেই মনে করেন। আর তাই হৃত্বিক রোশনের জন্মদিনে সুপারস্টারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন দেবপ্রিয়।
ঠিক লিখেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়?
প্রায়শই হৃত্বিকের চেহারার সঙ্গে 'গ্রিক গড'-এর তুলনা করা হয়। এই তুলনা অবশ্য এক্কেবারেই পছন্দ নয় দেবপ্রিয়র। আর তাই তিনি লিখেছেন, ‘আপনি আমাদের সময়ে অন্যতম জনপ্রিয় সুপারস্টার। আপনাকে গ্রিক গডের মতো দেখতে এই কথা এক্কেবারই মানতে পারি না।’ দেবপ্রিয় মনে করেন, শারীরিক সৌন্দর্য ও পর্দায় তাঁর গ্ল্যামারাস উপস্থিতির কারণে অনেক সময়ই তাঁর ট্যালেন্ট উপেক্ষিত হয়। একবার সেই পর্দাটা সরিয়ে ফেলতে পারলে, তিনি যে কতবড় অভিনেতা, সুপারস্টার সেটা আরও বেশি করে সামনে আসবে বলে মনে করে দেবপ্রিয়।