গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। সন্তানের বয়স ৯ মাস। এরই মধ্যে মেয়ের মুখে ‘মা’ ডাক প্রথমবার শুনতে পান অভিনেত্রী। প্রত্যেক মায়ের কাছে তাঁর সন্তানের মুখে প্রথম মা ডাকটা ভীষণ স্পেশ্যাল। এই ডাক শোনার অপেক্ষায় থাকেন বহু মহিলা। মেয়ে আরুণ্যার মুখে প্রথম মা ডাক শুনেছেন অভিনেত্রী অঙ্কিতা। মুহূর্তকে লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রত্যেক মা অপেক্ষা করেন এই আশীর্বাদপ্রাপ্ত মুহূর্তের জন্য, কখন তাঁর ছোট্ট সন্তান প্রথমবার মা বলে ডাকবে। আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। 'মা-মা' আর 'বাবা' বলে ডাকতে শিখেছে’। ২০১৯ সালের জানুয়ারি মাসেই সৌমিত্র পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই নায়িকা। বছর ঘুরতে ঘুরতেই এবার সৌমিত্র-অঙ্কিতার সংসারে আসে ছোট্ট অরুণ্যা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এক নার্সিং হোমে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই করেছেন অভিনেত্রী। এখন মেয়ে অরুণ্যাই অঙ্কিতার প্রথম প্রায়োরিটি। গত এপ্রিলে মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরেছেন তিনি। মেয়ের জন্য কাজ থেকেও কিছুদিন বিরতি নিয়েছেন।টেলিপাড়ার অতি পরিচিত মুখ অঙ্কিতা জড়োয়ার ঝুমকো, ভূমিকন্যার পাশাপাশি চারদিকের গল্প,কলকাতায় কোহিনূরের মতো বাংলা ছবিতেও অভিনয় করেছেন অঙ্কিতা।