চলতি মাসের শুরুর দিকেই 'দৃশ্যম ২' ছবির শ্যুটিং শুরু করার সুবাদে চর্চায় এসেছিলেন অজয় দেবগণ। এবার বহু প্রতীক্ষিত সুপারহিট তামিল ছবি 'কাইথি'-র হিন্দি রিমেকের শ্যুটিংও শুরু করলেন অজয়। এই হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে 'ভোলা'। ছবির নির্দেশনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক ধর্মেন্দ্র শর্মা। এর আগে অজয় অভিনীত দু'টি ছবি 'তানাজি দ্য আনসাং হিরো'এবং 'শিবায়'-এর সম্পাদনার দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র।জানা গিয়েছে, আগামী টানা এক মাস জুড়ে চলবে 'ভোলা'-র শ্যুটিং।মহারাষ্ট্রের পানভেল এর খারগড় অঞ্চলের ভরা রাস্তায় একটি জমজমাট অ্যাকশন দৃশ্যের শ্যুটও নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন অজয়। শুধু তাই নয়, এই শ্যুটিংপর্বের মধ্যে রোম খাড়া করে দেওয়ার মতো একাধিক চেজ সিকোয়েন্সও ছিল। আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহে মাড আইল্যান্ডে পুলিশ কমিশনারের অফিসারের একটি বেশ বড়সড় সেট তৈরি করা হয়েছে, যেখানে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারা হবে।জানিয়ে রাখা ভালো, ছবির অ্যাকশন পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন রামাজান বুলুট। ছবিতে অজয় দেবগণ ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে টাবু-কে।কাইথিতে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল তামিল ছবির জনপ্রিয় নায়ক কার্থি(কার্তিক শিবকুমার)। জেলে থেকে সদ্য ছাড়া পাওয়া দিল্লির জীবনকে ঘিরেই এগিয়েছে এই ছবির গল্প। মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে সদ্য জেলখাটা আসামী ফের জড়িয়ে পড়বে পুলিশ ও ড্রাগ মাফিয়ার লড়াইয়ে।