বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikram Chatterjee: ফেলুদা ব্যোমকেশের ভিড়ে আসছে কিরীটী, নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?
পরবর্তী খবর
Vikram Chatterjee: ফেলুদা ব্যোমকেশের ভিড়ে আসছে কিরীটী, নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 10:14 AM ISTSubhasmita Kanji
Vikram Chatterjee: টলিউডে ফের নতুন গোয়েন্দা আসছে! ব্যোমকেশ, একেন, ফেলুদার ভিড়ে এবার নতুন কিরীটি পেতে চলেছে বাংলা? আর নাম ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়?
নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?
গোটা টলিউড জুড়ে এখন কেবলই গোয়েন্দাদের ভিড়। কখনও ফেলুদা, কখনও ব্যোমকেশ, কখনও আবার মিতিন মাসি বা একেন। আর এত শত গোয়েন্দাদের ভিড়ে নভেলের পাতা থেকে আরও এক গোয়েন্দা এবার আবার সেলুলয়েডের পর্দায় উঠে আসতে চলেছে বলেই খবর। জানা যাচ্ছে কিরীটী নাকি আবার পর্দায় ফিরছেন। তবে এবার আর ইন্দ্রনীল সেনগুপ্ত নয়। অন্য কেউ। কে? টলিউডের অন্দরের গুজব অনুযায়ী সেই ব্যক্তি হলেন বিক্রম চট্টোপাধ্যায়।
কিরীটী চরিত্রটিকে এর আগেও বড় পর্দায় দেখা গিয়েছে। কিন্তু তখন এই চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছিলেন। কিন্তু যেহেতু গত বছর থেকে তিনি ফেলুদা হিসেবে ধরা দিয়েছেন তাই এবার নতুন কিরীটীর খোঁজ পড়েছে। আর সেই নতুন কিরীটী খুঁজতে গিয়েই অফার গিয়েছে বিক্রমের কাছে।
নীহাররঞ্জন গুপ্তর লেখা নভেল বা তৈরি চরিত্র কিরীটীকে নিয়ে ২০১৮ সালে মুক্তি পায় ‘নীলাচলে কিরীটী’। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত। প্রযোজনার দায়িত্বে ছিল ক্যামেলিয়া প্রোডাকশন। মাঝে একটা ছোট্ট বিরতি দিয়ে ক্যামেলিয়া প্রোডাকশন নাকি আবার কিরীটীকে পর্দায় ফেরাতে তোড়জোড় শুরু করেছে। আর এবার নতুন কিরীটী হয়ে ধরা দিতে পারেন বিক্রম। ইতিমধ্যেই তাঁর কাছে ফোন গেছে বলেই ইন্ডাস্ট্রির অন্দরের খবর।
তবে এই কিরীটীর পরিচালনাও অনিন্দ্য বিকাশ সামলাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনের তরফে আপাতত তিনটি নতুন ছবি এবং দুটি সিরিজ নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু এখন সবটাই প্রাথমিক স্তরে আছে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী এই পাঁচটি মধ্যে একটি পরিচালনা করবেন অরিন্দম শীল। আর অরিন্দম শীল মানেই এখন সবটাই একটাই জিনিস বোঝেন থ্রিলার ছবি বা সিরিজ। এবং তার সঙ্গে অবশ্যই গোয়েন্দা চরিত্র। তবে কি তিনিই এবার কিরীটীর পরিচালনা করবেন? সেটা এখনও জানা যায়নি। কিন্তু যদি সব প্ল্যান মাফিক এগোয় তাহলে বিক্রমকে ক্যামেলিয়া প্রোডাকশনের দুটি সিরিজে দেখা যাবে। আর সেগুলো ফ্রাইডে নামক একটি আসন্ন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে।