ভিডিয়োতে দেখা গেল গালে গাল ঘষে একে-অপরকে রং মাখাচ্ছেন আবির আর ঋতাভরী। বেশ একটা মাখোমাখো প্রেম। যদিও এই জুটি রিয়েল নয় রিল লাইফের। আসছে তাঁদের নতুন সিনেমা ‘ফাটাফাটি’। যেখানে প্রথমবার জুটি বাঁধছেন টলিউডের এই দুই জনপ্রিয় তারকা। ১২ মে মুক্তি পাচ্ছে এই সিনেমাখানা। অরিত্র মুখোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন। নিবেদন করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আরও পড়ুন: ‘আমার বেবি গার্ল!’, জেলে বসেই জ্যাকলিনকে দোলের আদুরে বার্তা সুকেশ চন্দ্রশেখরের
এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে এই সিনেমা। ২০২২ সালে নারী দিবসের দিন টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘এক প্লাস সাইজ মডেলের গল্প। আমার পরের ছবি ফাটাফাটি। চলুন আমাদের চারপাশে থাকা এই বাঁধাধরা চিন্তাভাবনা ভেঙে দেই যা বলে নারী শরীর ঠিক কীরকম হওয়া উচিত।’ আরও পড়ুন: ‘এতদিন বাবা-মায়ের বাড়িতে…’, সিদ্ধার্থকে বিয়ে করে সংসারে কী কী কাজ করছেন কিয়ারা?