আজও পর্দায় যখন 'তিনি' হাজির হন মন্ত্রমুগ্ধের মতো তাঁর দিকে তাকিয়ে বসে থাকে দর্শকের দল। প্রায় আশি ছুঁইছুঁই বয়সেও 'তাঁর' জনপ্রিয়তা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলিউডের তিন খান থেকে শুরু করে যে কাউকে। 'তিনি' অমিতাভ বচ্চন। বিগত ৫০ বছরের ওপর সময় ধরে তাঁর অভিনয়ে ও ব্যক্তিত্বে বুঁদ হয়ে রয়েছে হিন্দি সিনেমাপ্রেমী দর্শকের দল। অমিতাভের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নেই সংবাদমাধ্যম বা অনুরাগীদের মধ্যে, এমন কথা খুব সম্ভবত তাঁর শত্রুও বলবে না। তা 'রিয়েল লাইফ'-এ 'সঙ্গী' হিসেবে কেমন 'বিগ বি'? জানালেন তাঁর ছেলে অভিষেক বচ্চন স্বয়ং।টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন যে গত বছর করোনায় আক্রান্ত হয়ে তিনি ও তাঁর বাবা প্রায় একইসঙ্গে ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে। একসঙ্গে অনেকদিন সেখানে তাঁদের থাকতে হয়েছিল করোনা 'নেগেটিভ' না হওয়ার সুবাদে। সেই সময়টাতে তাঁর উপলব্ধি হয়েছিল একজন 'বন্ধু' হিসেবেও দারুণ সঙ্গ দিতে পারেন তাঁর বাবা। অভিষেকের কথায়, ' প্রায় আশি ছুঁইছুঁই বয়সী একটা মানুষের মনের জোর দেখে অবাক হতাম আমি। ওই পরিস্থিতিতে বাবার শরীরে অন্যান্য কোমর্বিডিটি থাকা সত্ত্বেও তাঁর বাঁচার অদম্য ইচ্ছে এবং ইতিবাচক চিন্তাভাবনা দেখে অবাক না হয়ে পারতাম না। তাছাড়া একজন সঙ্গী হিসেবেও তিনি দারুণ। সেইসময়ে প্রচুর গল্পগাছা করেছি আমরা একসঙ্গে। ওঁর মুখ থেকে কত কিছু শুনেছি। জানতে পেরেছি।' এখানেই শেষ না করে 'জুনিয়র বচ্চন' আরও বলেন যে তিনি করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁর সমস্ত চিন্তা ভাবনা তখন থাকতো অমিতাভকে ঘিরেই। এর অন্যতম কারণ 'বিগ বি'-র বয়স। তবে শেষপর্যন্ত যে সবকিছু ঠিকঠাক হয়েছে এবং বর্তমানে সুস্থভাবে তাঁর পরিবার একসঙ্গে জীবন যাপন করছে তা দেখেই নিশ্চিন্ত তিনি। এবং অবশ্যই খুশি।