বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: অভিনয় ছাড়াও গান-আঁকায় দক্ষ অভিকা? দুর্জয় কি জানে নববিবাহিতা রাণীর এত গুণ?
পরবর্তী খবর
Tomader Rani: অভিনয় ছাড়াও গান-আঁকায় দক্ষ অভিকা? দুর্জয় কি জানে নববিবাহিতা রাণীর এত গুণ?
1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2023, 04:12 PM ISTSubhasmita Kanji
Tomader Rani: অভিনয়ে নবাগতা হলেও গান বা আঁকার দিক থেকে যে তিনি মোটেই নবাগতা নন, বরং অনেক বেশি দক্ষ সেটাই যেন প্রমাণ করে দিলেন অভিকা মালাকার। ওরফে তোমাদের রাণী ধারাবাহিকের রাণী।
ক্যামেরা ছাড়াও গান-আঁকায় দক্ষ অভিকা?
‘তোমাদের রাণী’ ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই গল্প এবং দুই নবাগতর রসায়নে ভক্তদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। এক ডাক্তার এবং এক হবু ডাক্তারের প্রেম কাহিনি থেকে একজন মেয়ে সে কী করে নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি সংসার সামলায় সেটাই দেখানো হচ্ছে এখানে। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার। তিনি অভিনয় জগৎ যতই নবাগতা হন না কেন তাঁর যে আরও একাধিক গুণ আছে সেটাই প্রমাণ করে দিলেন।
অভিকা মালাকার যে ভালো গান গাইতে পারেন জানেন?
‘তোমাদের রাণী’র রাণী ওরফে অভিকা অভিনেত্রীর পাশাপাশি একজন দক্ষ গায়িকাও বটে। তিনি যে কতটা ভালো গান গান সেটা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে দেখালেন। রাণী এবং তাঁর ননদ কাজের ফাঁকে এদিন গ্রিন রুমে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ‘আলাদা আলাদা সব’ গানটি গান। এটি আদতে ইমন চক্রবর্তীর গাওয়া। তবে তাঁদের খালি গলায় এই গানটি গাইতে শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।
একজন লেখেন, 'দারুণ।' কেউ আবার অভিকার প্রশংসা করে লেখেন, 'তোমায় দারুণ দেখাচ্ছে রাণী।' অনেকে আবার লাভ ইমোজি পোস্ট করেছেন।