ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদানের কথা সকলের জানা। ছোট থেকেই আমাদের শেখানো হয়ে থাকে ভারতের রাষ্ট্র পিতা বা জনক মহাত্মা গান্ধী। কিন্তু গায়ক অভিজিৎ ভট্টাচার্য এই কথাকে অস্বীকার করলেন। জানালেন এটা ঠিক নয়। শুধু তাই নয়, নিজের কথার স্বপক্ষে দিলেন যুক্তিও!
আরও পড়ুন: মাকে বাঁচাতে ‘সিংঘম’ স্টাইলে শত্রু নিধন দুর্গার! নিজের মেয়েকে চিনতে পারবে স্বয়ম্ভূ?
আরও পড়ুন: বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার মেঘনা! ৩০ দিনের জেল বাংলাদেশি অভিনেত্রীর, কী ঘটিয়েছেন?
কী ঘটেছে?
এদিন ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে গান্ধীজির অহিংসার বাণী, বিশেষ করে কেউ এক গালে চড় মারলে আরেক গাল এগিয়ে দেওয়ার বার্তা যে ভুল সেটা বোঝালেন। বললেন, 'আমাদের পড়ানো হতো তো স্কুলে, টেক্সট বইয়ে, ওখানে থাকত যে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল এগিয়ে দেবে। বিশেষ ভাবে, জোর দিয়ে পড়ানো হতো সেটা আবার। ভুল তো সেটা। আমার এক গালে কেউ কেন থাপ্পড় মারবেন? তাঁর আগে আপনি তাঁকে দুটো মেরে দিন। আমাদের এটা কেন শেখানো হতো? এই অধিকার কে দিয়েছে? সেটাকে আবার এত প্রচার কেন করা হতো?' তিনি এই বিষয়ে আরও বলেন, 'আপনার বাবাকে কেউ থাপ্পড় মারছে আর আপনি চুপচাপ সেটা দেখবে! বাবাকে বলবে আরেকটা গাল এগিয়ে দাও? আপনি নিজের সন্তানকে এসব শেখাচ্ছেন।'
এরপরই ভারত পাকিস্তান নিয়ে কথা বলতে শোনা যায় অভিজিৎকে। তিনি এদিন বলেন, 'না, জিন্না পাকিস্তানের জনক নয়। পাকিস্তান বানানো হয়েছে। পাকিস্তান বানিয়েছেন কে? পাকিস্তান তো ছিল না। একজন তো বানায়নি। ভারত তো শুরু থেকে ছিল। আরও বড় ছিল। আপনারাই তো রাষ্ট্র পিতা বলেন গান্ধীজিকে। উনি একটা দেশ বানিয়েছেন, আর সেটা হল পাকিস্তান। ইন্দিরা গান্ধী বানিয়েছিলেন বাংলাদেশ। উনি সেটা ভালো করেছিলেন, ওটাকে ভেঙে দিয়ে। ইন্দিরা গান্ধীকে বেশি মানি গান্ধীজির থেকে। ইন্দিরা গান্ধী তো পাকিস্তানের হাল খারাপ করে বাংলাদেশ তৈরি করেছিলেন।'
আরও পড়ুন: ‘পূর্ণা’কে জীবনমুখী করতে গিয়ে গোটা প্রজন্মকে প্রেম করতে শেখালেন সৃজিত! কেমন হল কিলবিল সোসাইটি?
নিজের যুক্তির স্বপক্ষে তিনি জোর দিয়ে বলেন, 'কিন্তু গান্ধী কীভাবে ভারতের রাষ্ট্র পিতা হতে পারেন? ভারত তো আগে থেকেই ছিল। ঋষি, মুনি, সেই কোন যুগ যুগ ধরে আছে। ভারত বানাননি উনি। বানিয়েছিলেন পাকিস্তান। মানুষের উচিত ওর পুজো করা।'