Aamir Khan: 'আমরা সবাই খুব…', গৌরীকে নিয়ে কী মত আমিরের দিদি নিখাতের?
1 মিনিটে পড়ুন Updated: 21 Mar 2025, 11:28 AM ISTAamir Khan Sister Nikhat Hegde: ভাইয়ের নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে বেজায় খুশি নিখাত। গৌরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে কী বললেন তিনি?

গত ১৪ মার্চ ৬০ বছরের জন্মদিনে নিজের নতুন গার্লফ্রেন্ড সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে রীতিমতো সকলকে চমকে দেন আমির খান। দুটি বিবাহ বিচ্ছেদের পর এই বয়সে নতুন করে প্রেম, আমিরের জীবন যে বেজায় রঙিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে নতুন গার্লফ্রেন্ড নিয়ে আমির যতটা খুশি, ঠিক ততটাই কি খুশি তাঁর পরিবারের বাকি সদস্যরা? কী বললেন আমিরের দিদি নিখাত খান হেগড়ে?
বৃহস্পতিবার মুম্বইয়ে মালায়ালাম সিনেমা L2: Empuraan - এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন আমিরের দিদি নিখাত। অনুষ্ঠানের ফাঁকে টাইমস অ্যাপলোড ট্রেন্ডসের সঙ্গে কথা বলতে গিয়ে আমির এবং গৌরী প্রসঙ্গে কথা বলেন নিখাত। জানান, গৌরীকে নিয়ে কী মত তাঁর?
আরও পড়ুন: মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই অনলাইনে ফাঁস ভিকির ‘ছাবা’, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের
আরও পড়ুন: 'মায়ের কথা না শুনে...', হেমা মালিনীর কোন কথা অগ্রাহ্য করেছিলেন এষা?
নিখাত বলেন, ‘আমরা ভীষণ খুশি। আমির এবং গৌরী দুজনেই ভীষণ ভালো। আমরা সকলেই চাই ওরা দুজন ভীষণ ভালো থাকুক। ওদের দুজনকে সবসময় সুখী দেখতে চাই আমরা।’ তবে শুধু নিখাত নয়, আমি যে দুই প্রাক্তন স্ত্রীও গৌরীকে নিয়ে কোনও আপত্তি জানাননি।
L2: Empuraan - এর ট্রেলার লঞ্চে পরিচালক পৃথ্বীরাজ সুকুমারণের মুখেও শোনা গেল আমিরের কথা। পরিচালক বলেন, ‘আমি জানতাম না নিখাত ম্যাম আমির স্যারের বোন। আমি যখন অডিশনের টেপগুলো দেখছিলাম, তখন আমি আমার কাস্টিং ডিরেক্টরকে বলি, আমার ওঁকে ( নিখাতকে) চাই। পরে আমি জানতে পারলাম উনি আমির স্যারের বোন।’
আরও পড়ুন: অস্কার জয়ী ‘আনোরা’ থেকে ‘খাকি’, চলতি সপ্তাহে OTT-তে মুক্তি পেল কোন সিরিজ-সিনেমা?
আরও পড়ুন: রাতে সঙ্গী বই, ডায়েট মেনেই চলছে রোজা, ইদে কী প্ল্যান রেজওয়ানের?
পরিচালক আরও বলেন, ‘ম্যামের পরিচয় জানার পরেই আমি আমির স্যারের সঙ্গে কথা বলি। উনি আমায় পরে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলেন, নিখাত ম্যাম কেমন অভিনয় করেছেন? ভালো তো? আমি রিপ্লাই দিয়েছিলাম, শুধু ভালো নয়, অসাধারণ।’
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, নিখাত আগে অনেক সিনেমায় অভিনয় করেছেন। অনেকেই জানেন না ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া' লাহোর কনফিডেন্সিয়াল', ‘তানাজি’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য, গৌরী এবং আমির একে অপরকে চেনেন বহুদিন ধরে। গত ১৮ মাস অর্থাৎ দেড় বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। গৌরীকে এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা না থাকলেও আপাতত আমির গৌরীকে নিজের জীবনে প্রেমিকা হিসেবেই স্বীকৃতি দিতে চান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports