কাপুর পরিবারের অন্যতম সদস্য হলেন আদর জৈন। রাজ কাপুরের কনিষ্ঠ কন্যা রিমা জৈনের ছেলে তিনি। আদর এবং আলেখার বিয়েতে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সকল সদস্য। বিবাহ অনুষ্ঠানে দাঁড়িয়ে, স্ত্রীকে পাশে নিয়ে স্পিচ দিতে গিয়ে আচমকা পুরনো প্রেমিকাকে ‘টাইম পাস’ বলে বসেছিলেন আদর। আদরের এই কথায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়া জুড়ে। অবশেষে বিয়ের দুই মাসের মাথায় ‘টাইম পাস’ মন্তব্যে মুখ খুললেন আদর।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে আদর টাইম পাস মন্তব্যের প্রসঙ্গ টেনে তোলেন। আদর বলেন, ‘মানুষ আমার কথার ভুল ব্যাখ্যা করেছে। আমি অন্য একটা কথা বলেছিলাম কিন্তু মানুষ তার ব্যাখ্যা অন্যভাবে করেছে। আমার মন্তব্য নিয়ে যা যা কথা বলা হচ্ছে, তা এক প্রকার আমার স্ত্রী এবং প্রাক্তন প্রেমিকার পরিবারের প্রতি অন্যায়।’
আরও পড়ুন: ‘বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
আরও পড়ুন: ‘আমার পরিবারের…’! টাকা দিয়ে জিতেছেন সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে? বিতর্কে কড়া জবাব দেয়াশিনীর
আদর আরও বলেন, ‘একটি কথাকে কেন্দ্র করে অনেক মিথ্যা বর্ণনা বা অনুমান করা হয়েছে। দুর্ভাগ্যবশত মানুষ যে গল্প তৈরি করে তার প্রভাব আমাদের সকলের পরিবারের ওপর পড়ে। আমি এতদিন নীরব ছিলাম কিন্তু আমার মনে হয় এবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। আমি যখন বিয়ে করেছি, তখন অন্য কারোর কথা ভাবার আর অবকাশ নেই আমার কাছে। আমার সম্পর্ক নিয়ে যা যা লেখা হয়েছে, তার পেছনে কোনও সত্যতা নেই।’
আদর বলেন, ‘আমার বাবা-মা সবসময় আমারে শিখিয়েছেন, অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে সমানভাবে সম্মান জানাতে। আমরা সেই ভাবেই বড় হয়েছি। আমি যখন বিয়ে করেছি তখন অন্য কারও কথা ভাববো না। সম্পূর্ণ সত্যতা বিহীন একটি গল্প বানানো হয়েছে।’
আরও পড়ুন: ‘আমার হাতটা মুচড়ে এভাবে…’! প্রিয়াঙ্কা এবার জানালেন ‘অসুস্থ প্রেম’ সায়ন্ত কীভাব তোলেন তাঁর গায়ে হাত
আরও পড়ুন: ৩ বাচ্চার বাবা, ২বার ডিভোর্স, কী দেখে ৬০ বছরের আমিরের প্রেমে পড়লেন? জবাব গৌরীর
আদরের পাশাপাশি আলেখাও এই বিষয়ে মুখ খুলেছেন। আলেখা বলেন, ‘তারা জানে আমি এবং আদর অনেক দিনের বন্ধু। আমাদের নিয়ে যে গল্প বানানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’
কী বলেছিলেন আদর?
নববধূকে পাশে নিয়ে স্পিচ দিতে গিয়ে আদর বলেছিলেন, ‘আমি প্রথম থেকেই তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গেই আমি থাকতে চেয়েছিলাম কিন্তু কখনও সুযোগ পাইনি। আমি আমার জীবনের চার বছর ধরে ‘টাইম পাস’ করেছি। কিন্তু ধৈর্যের ফল যে মধুর হয় তা এখন বুঝতে পারছি। আমি আমার জীবনের সবথেকে সুন্দরী মহিলাকে বিয়ে করতে পেরেছি। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’