বরাবরই মহিলাদের হার না মানা লড়াই উঠে এসেছে জি বাংলার দিদি নম্বর ১-এ। তাই তো ১০ বছরের বেশি সময় পার করে এসেও, রচনা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়েলিটি শো-র টিআরপি থাকে সুপার ডুপার হিট। এবার সেখানেই শোনা গেল, এক ডাক্তার দিদির গল্প। যিনি বিমানেই এক অন্তঃসত্ত্বা মায়ের সন্তান প্রসব করিয়েছিলেন।
ডাঃ অর্পিতা মাইতি এসেছিলেন রচনার শো-তে। জানান ২০১১ সালে তিনি উঠেছিলেন দিল্লিগামী বিমানে। গন্তব্য ছিল মানালি। হঠাৎ দেখেন, ফ্লাইটে বিমানসেবিকারা ঘোষণা করছেন, কেউ আছে কি না, এক মহিলার ডেলিভারি করাতে হবে। অর্পিতা জানান, ‘ডেলিভারিটা খুব ক্রিটিকাল ছিল। বাচ্চার পজিশন ছিক ছিল না। এয়ার হোস্টেসদের সাহায্যে বিমানের বাথরুমের বাইরের যে ছোট প্যাসেজটা ওখানে ওকে শোয়ানো হল। শুইয়ে ওর ডেলিভারিটা কনড্য়াক্ট করলাম। শেষে একটা অ্যাম্পুল কাটার, তাতে কোনও ধার নেই, ওটা দিয়ে কোনওরকমে ঘষে বাচ্চাকে মায়ের থেকে আলাদা করলাম। আমার মাথার গাডার দিয়ে আম্বালিকল কর্ডটা বাঁধলাম।’
আরও পড়ুন: এ তো গেম অফ থ্রোনসের খালিসি!দীপিকার আগুনে হাঁটা কি হলিউডের কপি, কী বলছে নেটপাড়া
তবে ভগবানের ইচ্ছেয় সেই শিশু ও তাঁর মা দুজনেই সুস্থ ছিলেন। একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিমানের সেই মহিলা। যার নাম রেখেছিলেন ডাক্তার অর্পিতাই। বললেন, ‘আমার মেয়ের নাম অন্তর্লীলা, আর ও যেহেতু আকাশে হয়েছিল ওর নাম রেখেছি আকাশলীলা।’
আরও পড়ুন: পরিচালকের কুর্সিতে ‘কিউটি পাই’ ইউভান! রাজের কাজের ভার নিয়ে নিল শুভশ্রী-পুত্র
রচনার দিদি নম্বর ১-এর এই এপিসোডেই এসেছিলেন প্রবাসে ঘর কন্যা ইউটিউব চ্যানেলের মহুয়া গঙ্গোপাধ্যায়। স্বামীর কর্মসূত্রে তিনি আমেরিকার বাসিন্দা। সেখানেই দুই সন্তান নিয়ে তাঁর বাস। প্রবাসের দিনগুলো তুলে ধরেন ভ্লগের মাধ্যমে। সঙ্গে আমেরিকার নানা খুঁটিনাটি তথ্য, সেখানকার আবহাওয়া, জীবনযাত্রা, পড়াশোনা, সবেরই উল্লেখ থাকে। মহুয়ার মিষ্টি হাসি, মিষ্টি করে কথা বলার কত যে ফলোয়ার্স, তার গুণতি সম্ভব নয় হয়তো। তিনিও এদিন এসে শোনান ইউটিউব চ্যানেল শুরুর অনুপ্রেরণা, কীভাবে করেন কাজ, সবটা।
আরও পড়ুন: ‘মনে হচ্ছে জলদিই…’! হাসিনের স্বামী শামির সঙ্গে ২য় বিয়ের জল্পনা, কী লিখলেন সানিয়া
দিদি নম্বর ১ দিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষদেরও ঘরের মানুষ হয়ে উঠেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যা তাঁকে নিসন্দেহে সাহায্য করেছে ২০২৪ লোকসভা ভোটে জিততে। হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের টিকিতে জিতে তিনি বর্তমানে দেশের নব্য নির্বাচিত সাংসদ। ইতিমধ্যে সাংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শপথও নিয়ে এসেছেন।