চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। প্রতি মুহূর্তেই শরীরের মধ্যে অন্য আরেকটা প্রাণের উপস্থিতি টের পাচ্ছেন বলিউডের ‘মস্তানি’। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন দীপবীর। ৩৭ বছরে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। বাড়তি সাবধানী প্রেগন্যান্ট নায়িকা। কিন্তু তা বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। আরও পড়ুন-চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকার পিঠে পোড়া দাগ? আচমকা হলটা কী হবু মায়ের
এই মুহূর্তে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংঘম এগেন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত প্রেগন্যান্ট নায়িকা। এই ছবিতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি এই ছবির সেট থেকে দীপিকার একাধিক ছবি সোশ্যালে ভাইরাল হয়েছে। ছবিতে খাকি উর্দিতে দেখা মিলল ‘লেডি সিংঘম’ দীপিকার। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধা বিভক্ত নেটপাড়া। একাংশের মতে অভিনেত্রীর স্ফীতোদরের ঝলক মিলেছে সিংঘম এগেনের সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে। আবার অনেকের মনেই প্রশ্ন, প্রায় সাড়ে চার মাস অর্থাৎ ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বার বেবি বাম্প আরও বেশি স্পষ্ট হয়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন তবে কি সারোগেসির পথে হাঁটলেন অভিনেত্রী?