চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। প্রতি মুহূর্তেই শরীরের মধ্যে অন্য আরেকটা প্রাণের উপস্থিতি টের পাচ্ছেন বলিউডের ‘মস্তানি’। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন দীপবীর। ৩৭ বছরে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। বাড়তি সাবধানী প্রেগন্যান্ট নায়িকা। কিন্তু তা বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। আরও পড়ুন-চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকার পিঠে পোড়া দাগ? আচমকা হলটা কী হবু মায়ের
এই মুহূর্তে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংঘম এগেন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত প্রেগন্যান্ট নায়িকা। এই ছবিতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি এই ছবির সেট থেকে দীপিকার একাধিক ছবি সোশ্যালে ভাইরাল হয়েছে। ছবিতে খাকি উর্দিতে দেখা মিলল ‘লেডি সিংঘম’ দীপিকার। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধা বিভক্ত নেটপাড়া। একাংশের মতে অভিনেত্রীর স্ফীতোদরের ঝলক মিলেছে সিংঘম এগেনের সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে। আবার অনেকের মনেই প্রশ্ন, প্রায় সাড়ে চার মাস অর্থাৎ ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বার বেবি বাম্প আরও বেশি স্পষ্ট হয়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন তবে কি সারোগেসির পথে হাঁটলেন অভিনেত্রী?

পুলিশ ইউনিফর্মে হবু মা-কে দেখে উত্তেজিত ভক্তরা। টেনে খোপা বাঁধা চুল, চোখে রোদচশমায় একদম দাবাং লুকে ধরা দিলেন দীপিকা। রণবীর-দীপিকা জানিয়েছেন সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান। সেইমতো আপতত প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী। এই সময় মায়েদের শরীরে একটু একটু করে বদল আসে, তবে অনেক সময়ই বেবি বাম্পের দর্শন মেলে আরেকটু দেরিতে।
দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেও অ্যাকশন দৃশ্যের শ্যুট সারায় অনেকেই উদ্বিগ্ন নায়িকাকে নিয়ে। তবে হবু সন্তানকে আগলে রাখছেন তিনি, বিশ্বাস ফ্যানেদের। ডাক্তারের পরামর্শ মেনেই নিশ্চয় দীপিকা শ্যুটিংয়ে নিশ্চিত তাঁরা।
২০১৫ সালে রণবীরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন দীপিকা। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ের আসর বসেছিল। সন্তান কোলেই ষষ্ঠ বিবাহবার্ষিকীর উদযাপন করবেন তাঁরা। জানা যাচ্ছে, মুম্বই নয় বেঙ্গালুুরুতে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। সেখানেই থাকেন দীপিকার বাবা-মা। প্রেগন্যান্সির শেষ পর্যায়ে মায়ের আদর-যত্নেই থাকবেন দীপিকা।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। শিখছেন সেলাই। চটের উপর লাল-সবুজ সুতোর কাজ করছেন রণবীর ঘরণী। লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব’।
রোহিত শেটির কপ ইউনিভার্সের ছবি ‘সিংঘম এগেন’-এ রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। এই ছবিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।