ফের দেশের মুখ উজ্বল করলেন প্রিয়াঙ্কা চোপড়া । শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়াকে বিশেষ সম্মান প্রদান করা হল বুধবার । পঞ্চদশ বার্ষিক ইউনিসেফ স্নোফ্লেক বলে প্রিয়াঙ্কার হাতে তুলে দেওয়া হয় 'ড্যানি কেই হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড' । মেয়ের এই সাফল্যের মুহুর্তে হাজির ছিলেন মা মধু চোপড়াও । প্রিয়াঙ্কা নিজের ইন্সটাগ্রামের দেওয়ালে অনুষ্ঠানের নানান মুহুর্ত তুলে ধরেছেন ।এদিন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ডায়নে বার্ন ফুরস্টনবার্গ প্রিয়াঙ্কার হাতে তুলে দেন এই পুরস্কার । চলতি বছর জুন মাসেই ইউনিসেফের তরফে ঘোষণা করা হয়েছিল প্রিয়াঙ্কার হাতেই উঠবে এই বছরের ড্যানি কেই পুরস্কার ।
ইউনিসেফের তরফে এই সম্মান পেয়ে আপ্লুত প্রিয়াঙ্কা। ৩৭ বছর বয়সী তারকা ইন্সটাগ্রামের দেওয়ালে লিখেছেন, 'ইউনিসেফের হয়ে কাজ করার সময় আমি মানুষের অক্লান্ত পরিশ্রম এবং অটল প্রতিশ্রুতি দেখে বিস্মিত হই। আমাকে এই যাত্রার অংশ হতে পারার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।আপনাদের(ইউনিসেফ) শুভেচ্ছা দূত হতে পারাটা আমার জীবনের বড়ো পাওনা’।
প্রিয়াঙ্কার এই পোস্টে শুভেচ্ছার ঝড় বয়ে গিয়েছে, তবে সবচেয়ে স্পেশ্যাল বার্তাটি এসেছে স্বামী নিক জোনাসের তরফে । নিক প্রিয়াঙ্কার এই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন ‘তুমি প্রত্যেক দিন আমাকে অনুপ্রাণিত করো, অনেক শুভেচ্ছা সুন্দরী’।

এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস । শিশুদের অধিকার, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংক্রান্ত নানান ব্যাপারে কাজ করে চলেছেন কোয়ান্টিকো তারকা ।
সম্প্রতি নিজের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা । বক্স অফিসে অভিনেত্রীর শেষ ছবি ছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক' । আপতত নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য হোয়াইট টাইগার’ এর শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ।