ভোটগ্রহণ শুরুর পর থেকেই গোটা এলাকা চষে বেড়াচ্ছেন কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে তুলছেন একের পর এক অভিযোগ। এমনকী বিজেপির বিরুদ্ধে তাঁর পোলিং এজেন্টকে কিনে নেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফিরহাদের দাবি, প্রতিবার নির্বাচনে তাঁর জয়ের ব্যবধান বাড়ে। তাঁকে জনপ্রিয়তায় টক্কর দেওয়া সম্ভব নয় বুঝে টাকা দিয়ে তাঁর পোলিং এজেন্টকে কিনে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। ভোটের আগের দিন মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক পোলিং এজেন্টকে। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এলাকায় নিজের জনপ্রিয়তা তলানিতে। সেকথা বুঝেই বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ফিরহাদ। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। মানুষের ভোটেই এবার বন্দরে হারবেন তিনি।ওদিকে গার্ডেনরিচের বাত্তিকল এলাকায় ভোটগ্রহণ চলাকালীন কংগ্রেস প্রার্থী মোক্তারের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ এনেছেন ফিরহাদ। তাঁর দাবি, ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ কেড়ে নিয়ে তাঁদের মারধর করছেন কংগ্রেস প্রার্থী। এমনকী স্কুটারে করে অভিযুক্তদের তাড়া করতেও দেখা যায় তাঁকে।