কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোট নিয়ে বিবাদ জারি রইল সোমবারও। রবিবারের ব্রিগেডে কংগ্রকে নিয়ে তাঁর মন্তব্যের জন্য অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করেও বিস্ফোরক দাবি করলেন তিনি। বললেন, কংগ্রেসের এক শীর্ষনেতা একই সঙ্গে বিজেপি ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এদিন আব্বাস বলেন, ‘আমার মনে হয় অধীরদা কিছু মনে করেননি। তবে ওনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত।’ সঙ্গে তিনি দাবি করেন, ‘কংগ্রেসের এক শীর্ষনেতার সঙ্গে বিজেপি ও তৃণমূলের যোগাযোগ রয়েছে। ভোটের পর ভাল পদ পেলে তৃণমূলকে সমর্থন দেবেন তিনি। এক ঘনিষ্ঠ নেতা আমাকে একথা বলেছেন।’আব্বাসের দাবি, ‘প্রদীপ ভট্টাচার্য বলেছেন, কংগ্রেসের হাতে মাত্র ৫২টি আসন। এই আসন থেকে আব্বাসকে কী ভাবে দেওয়া যাবে? আমি তো এটাই বলেছি। কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করুক। কংগ্রেস আমাদের আসন দেবে কি না এটা কংগ্রেসের এক্তিয়ার। আমরা কংগ্রেসের সঙ্গে জোট করবো কি না সেটা আমাদের স্বাধীনতা।’আব্বাসের দাবি প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘কংগ্রেস নেতার সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে এই বক্তব্য ঠিক নয়। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভাল হলে সেই নেতা অনেক আগেই তৃণমূলে নাম লেখাতেন। আব্বাস কোথা থেকে এই খবর পেয়েছেন জানি না।’