PRS Data: এবারের ভোটে নারীদের অংশগ্রহণ বাড়ল ১ শতাংশ, কত প্রার্থী কলেজ পাশ করেননি জানেন?
1 মিনিটে পড়ুন Updated: 03 Jun 2024, 11:53 PM ISTSatyen Pal
জাতীয় দলগুলির মধ্য়ে বিজেপির থেকে সবথেকে বেশি নারী প্রার্থী ছিলেন। সংখ্যাটা হল ৭০জন। আর আঞ্চলিক দলগুলির মধ্য়ে বিজেডির কাছে সবথেকে বেশি সংখ্যক মহিলা প্রার্থী। যার শতাংশ হল ৩৩ শতাংশ। তার পরেই আরজেডি( ৩৩ শতাংশ)।
Ad
এবারের ভোটে নারীদের অংশগ্রহণ বাড়ল ১ শতাংশ (ANI Photo/Rahul Singh)
নরেশ চন্দর
২০২৪ সালের ভোটে বহুজন সমাজবাদী পার্টি সব মিলিয়ে ৪৮৮জনকে প্রার্থী করেছে। তার মধ্যে ২০ শতাংশই ৪০ বছরের নীচে। বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। তারা ৪৪১জনকে প্রার্থী করেছিল। ৭ শতাংশ ৪০ বছরের নীচে। পিআরএস লেজিসলেটিভ রিসার্চ বলছে ভোটে মহিলাদের অংশগ্রহণ ১ শতাংশ বেড়েছে। বিএসপি নেতা শ্যাম সিং যাদব ভোটে সম্ভাব্য ফলাফল নিয়ে বলেন, এটা বলা খুব শক্ত। এর একটা ঠিকঠাক উত্তর দেওয়াটাও কঠিন। বিএসপি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটা বলতে পারি সবথেকে ভালো প্রচেষ্টাটা করেছি।
মহিলাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তৈরি। আমাদের দলে সবসময় নেতৃত্বের একটা শূন্যতা থাকে। আর মহিলাদের ক্ষেত্রে আমাদের দলে এই শূন্যতা আরও বেশি। আমরা আমাদের চেষ্টাটা জারি রেখেছি।
তিনি বলেন আগামী ভোটে আমরা চেষ্টা করব যাতে আরও বেশি করে মহিলারা অংশগ্রহণ করতে পারে ভোট প্রক্রিয়ায়।
জাতীয় দলগুলির মধ্য়ে বিজেপির থেকে সবথেকে বেশি নারী প্রার্থী ছিলেন। সংখ্যাটা হল ৭০জন। আর আঞ্চলিক দলগুলির মধ্য়ে বিজেডির কাছে সবথেকে বেশি সংখ্যক মহিলা প্রার্থী। যার শতাংশ হল ৩৩ শতাংশ। তার পরেই আরজেডি( ৩৩ শতাংশ)।
হিন্দুস্তান টাইমসকে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, কংগ্রেস দলই বার বার বলে এসেছে এই বিধানসভা আর লোকসভা মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যাপারে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এই পরিসংখ্য়ানে দেখা গিয়েছে মাত্র ৪ শতাংশ প্রার্থী ডক্টরাল ডিগ্রি আছে। প্রায় ৩১ শতাংশ প্রার্থী কলেজে চৌহদ্দি পার হননি।