
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আমেঠিতে লড়ব না- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথাও শুনতে রাজি নন রাহুল গান্ধী। 'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদন অনুযায়ী, গান্ধী পরিবারের একদা গড় আমেঠি বা রায়বরেলি থেকে যাতে রাহুল লড়াই করেন, সেই আর্জি জানাতে থাকেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কিন্তু তাঁদের আর্জি কানে তুলতে রাজি হননি রাহুল। বরং আমেঠি এবং রায়বরেলিতে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে পুণেতে মিছিল করবেন বলে ঠিক করে ফেলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। যদিও উত্তরপ্রদেশের দুই আসন নিয়ে যে নাটক তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুলতে রাজি নয় কংগ্রেসের শীর্ষমহল। বরং কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন যে এখন যা যা খবর সামনে আসছে, সেগুলির সবই ভুয়ো। আগামী ২৪-৩০ ঘণ্টায় আনুষ্ঠানিকভাবে ওই দুটি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলা হবে। তারপর ঘোষণা করা হবে প্রার্থীর নাম।
অথচ গত রাত পর্যন্ত রাহুল নাকি রায়বরেলি থেকে লড়াই করতে রাজি ছিলেন বলে নাম গোপন রাখার শর্তে এক কংগ্রেস নেতা জানিয়েছেন। কিন্তু আচমকা বেঁকে বসেন রাহুল। মা সোনিয়ার জেতা আসন থেকেও লড়াই করতেও রাজি হননি। ওই কংগ্রেসের নেতার কথায়, ‘রাহুল চান না যে এই আসনগুলি (রায়বরেলি এবং আমেঠি) থেকে গান্ধী পরিবারের কোনও সদস্য যেন লড়াই না করেন।’ অপর এক কংগ্রেস নেতা বলেছেন, ‘এখনও তাঁকে বোঝানোর চেষ্টা করছেন কংগ্রেসের সভাপতি খাড়গেজি। কিন্তু মনে হচ্ছে যে উনি নিজের অবস্থান ঠিক করে ফেলেছেন।’
‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, আমেঠির বিষয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গেও যোগাযোগ রেখেছে কংগ্রেস। একাধিক মহলের দাবি, গত মাসে যখন রাহুল এবং অখিলেশের দেখা হয়েছিল, তখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি জানতে চেয়েছিলেন যে তিনি লড়বেন কিনা। অখিলেশ তাঁকে লড়াই করারই পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনি মনে করেন যে আমেঠিতে রাহুলের বেশ জনপ্রিয়তা আছে। যদিও রাহুল জানিয়েছিলেন যে তিনি লড়াই করতে চান না। তাঁর সিদ্ধান্ত পালটাতে অখিলেশকে জানাবেন।
বুধবার রমেশ বলেন, 'আমেঠি এবং রায়বরেলি আসন থেকে প্রার্থী ঘোষণার জন্য সভাপতির হাতে দায়িত্ব দিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আগামী ২৪-৩০ ঘণ্টায় প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলবে কংগ্রেসের সভাপতি। সেইমতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।'
৳7,777 IPL 2025 Sports Bonus