
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। হাতে এক মাসও সময় নেই। এখনও পর্যন্ত রাজ্যের ৪ লক্ষ ২২ হাজার ৭৭১ জনের কাছে নতুন ভোটার কার্ড পৌঁছয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৫২ হাজার ৮৫২ জনের সচিত্র পরিচয়পত্র ডাকে পাঠানো হলেও এখনও তাঁরা হাতে পাননি। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত সচিত্র ভোটার পরিচয়পত্র না পাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি।
নতুন ভোটার কার্ড সময়মতো হাতে না পাওয়ার জন্য কমিশন সরাসরি দায়ী করেছে ডাক বিভাগকে। যদিও কমিশন সূত্রই বলছে, বহু জেলায় নির্বাচন আধিকারিকের দফতরেই এখনও পড়ে রয়েছে হাজার হাজার সচিত্র ভোটার পরিচয়পত্র। সময়মতো তা ভোটারের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পোস্ট অফিসে পাঠানো হয়নি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সম্প্রতি জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে বিযয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বৈঠকে তাঁরই দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় সবচেয়ে বেশি ভোটার পরিচয় পত্র জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে ফেলে রাখা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৭,৭৭৭টি এবং নদিয়ায় ২৭,৮৪৬ টি। এই কার্ড অবিলম্বে ডাকের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, সচিত্র ভোটার পরিচয়পত্র কমিশন তরফে ডাকে ভোটারের বাড়িতেই পৌঁছে দেওয়ার কথা। ডাক বিভাগ তা যদি না পাঠাতে পারে নির্বাচন আধিকারিকরা তা বুথ লেভেল রির্টানিং অফিসার অর্থাৎ বিএলআরও’র মাধ্যমে ভোটারদের হাতে পৌঁছে দেবেন।
আরও পড়ুন। শাহর মন্ত্রকের নিয়ম মেনেই কাজ হয়েছে, IPS পদে অন্য অফিসার নিয়োগ নিয়ে শুভেন্দুর দাবি খারিজ পুলিশের
রাজ্যে এবার নতুন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩০ হাজার ৯৯৮। এদের বড় অংশের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। একই সঙ্গে কিছু ভোটার তাঁদের পরিচয় পত্র সংশোধনের আবেদন জানিয়েছিলেন। তাঁদেরও সংদ নতুন পরিচয়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮ লক্ষ ৭৬ হাজার ১১৭টি সচিত্র ভোটার পরিচয় পত্র তৈরি করা হয়েছে।
ভোটার তালিকায় যদি নাম উঠে থাকে তবে ভোটার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে। এবারও কমিশন ভোট ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে সেই কথা জানিয়েছে। আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুতের বিল মতো নথি যাতে আপনার ঠিকানা রয়েছে, তা দেখিয়েও আপনি ভোট দিতে পারেন। বিস্তারিত জানতে আপনি নির্বাচন কমিশনের ওয়েব সাইটও দেখতে পারেন।
ভোট ঘোষণার আগে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্য। বিভিন্ন জেলায় রুট মার্চও চলছে। ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচন নির্বিঘ্নে করতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কেন্দ্রীয় এসেছে পশ্চিমবঙ্গে। রাদ প্রথম দফায় তিনটি আসনের নির্বাচনের জন্য ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
আরও পডুন। আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, ডেডলাইন থাকছে ১ এপ্রিল
৳7,777 IPL 2025 Sports Bonus