নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, অধীর চৌধুরী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়- মঙ্গলবার একাধিক পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। কারণ রাতটা পেরোলেই মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হবে। দেশের ৫৪২টি কেন্দ্রে অসংখ্য প্রার্থীর মধ্যে এই ৪০ জন হেভিওয়েট প্রার্থীদের উপর বিশেষ করে নজর থাকবে। তাঁরা এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন, তাঁরা শেষপর্যন্ত জিতছেন নাকি হেরে যাচ্ছেন, সেটার টাটকা আপডেট দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ওই ৪০ জন প্রার্থীর একেবারে নাম ধরে-ধরে দেখে নিন যে তাঁদের ভোটভাগ্যের পেন্ডুলাম কোনদিকে আছে।
আরও পড়ুন: Mamata Banerjee on Exit Polls 2024: 'যাঁরা মোদীকে জিতিয়ে দিচ্ছেন, তাঁদের…', এক্সিট পোলের পরই বড় সতর্কবার্তা মমতার
হেভিওয়েট প্রার্থীদের তালিকা
হেভিওয়েট প্রার্থী | লোকসভা কেন্দ্র |
---|
নরেন্দ্র মোদী | বারাণসী |
রাহুল গান্ধী | ওয়েনাড় |
রাহুল গান্ধী | রায়বরেলি |
অমিত শাহ | গান্ধীনগর |
অভিষেক বন্দ্যোপাধ্যায় | ডায়মন্ড হারবার |
অধীর চৌধুরী | বহরমপুর |
অখিলেশ যাদব | কনৌজ |
শশী থারুর | তিরুবনন্তপুরম |
কঙ্গনা রানাওয়াত | মান্ডি |
রাজনাথ সিং | লখনউ |
স্মৃতি ইরানি | আমেঠি |
নীতিন গডকড়ি | নাগপুর |
অভিজিৎ গঙ্গোপাধ্যায় | তমলুক |
মহুয়া মৈত্র | কৃষ্ণনগর |
দেব | ঘাটাল |
ইউসুফ পাঠান | বহরমপুর |
রেখা পাত্র | বসিরহাট |
শত্রুঘ্ন সিনহা | আসানসোল |
আন্নামালাই | কোয়েম্বাত্তুর |
প্রজ্জ্বল রেভান্না | হাসান |
আসাউদ্দিন ওয়াইসি | হায়দরাবাদ |
সুপ্রিয়া সুলে | বারামতি |
কানিমোঝি | তুতুকুড়ি |
সর্বানন্দ সোনেওয়াল | ডিব্রুগড় |
ভূপেশ বাঘেল | রাজনন্দগাঁও |
মনোহর লাল খাট্টার | কারনাল |
অনুরাগ ঠাকুর | হামিরপুর |
তেজস্বী সূর্য | বেঙ্গালুরু দক্ষিণ |
পীযূষ গোয়েল | মুম্বই উত্তর |
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | গুনা |
শিবরাজ সিং চৌহান | বিদিশা |
দিগ্বিজয় সিং | রাজগড় |
সম্বিত পাত্র | পুরী |
ওম বিড়লা | কোটা |
বিপ্লব দেব | ত্রিপুরা পশ্চিম |
হেমা মালিনী | মথুরা |
অরুণ গোভিল | মীরাট |
মানেকা গান্ধী | সুলতানপুর |
মেহবুবা মুফতি | অনন্তনাগ-রাজৌরি |
ওমর আবদুল্লা | বারামুল্লা |
কানহাইয়া কুমার | উত্তর-পূর্ব দিল্লি |
আরও পড়ুন: PK on predicted WB Lok Sabha result: 'বড়-বড় কথা....', BJP-র বিশাল জয়ের আভাস পেতেই বিস্ফোরক পিকে! নিশানায় অভিষেকরাও?
লোকসভা নির্বাচনের ভোটগণনা
মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে। প্রাথমিকভাবে গণনা হবে পোস্টাল ব্যালটের। তারপর ইভিএমের গণনা শুরু হবে। ১৯৬১ সালের নির্বাচনী প্রক্রিয়ার ৫৪এ নিয়ম অনুযায়ী, রিটার্নিং অফিসারের টেবিলে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। পোস্টাল ব্যালটের গণনা শেষ হওয়ার পরে খোলা হবে ইভিএম।
আরও পড়ুন: BJP's predicted Lok Sabha seats in WB: তৃণমূল যদি ৩৪ লোকসভা আসন পেতে পারে, তাহলে BJP কেন ৪০টি পাবে না? সাফ কথা দিলীপের