দার্জিলিং আসনটি বরাবরই গোটা বাংলার নজর কাড়ে। এবার আবার বিজেপির কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছেন। আর সেই পরিস্থিতিতে মঙ্গলবার সেই বিধায়কের সঙ্গে বৈঠক করলেন মোর্চা নেতা বিমল গুরুং। সেই বৈঠকে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ছিলেন বলে খবর। সব মিলিয়ে এবার লোকসভা ভোটপর্বে ফের পাহাড়ে একেবারে অন্য়রকম রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে।
বিমল গুরুং। মোর্চা সুপ্রিমো। গোর্খাল্যান্ডের দাবিতে বিগতদিনে পাহাড় স্তব্ধ করে দেওয়ার পেছনে যে মানুষটি ছিলেন তিনি আর কেউ নন বিমল গুরুং। দীর্ঘদিন বেপাত্তা ছিলেন তিনি। পরে তিনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে ফিরে আসেন। আবার অতীতে বিজেপির সঙ্গেও সখ্য়তা ছিল তাঁর। আর এবার লোকসভা ভোটপর্বে বিজেপির বেসুরো বিধায়কের সঙ্গে বৈঠক করলেন তিনি।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক ইতিমধ্যে বেসুরো গাইতে শুরু করেছেন। পাহাড়ের বিজেপি প্রার্থী হিসাবে ভূমিপূত্রকে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। সেক্ষেত্রে এবার তিনি নির্দল হিসাবে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। তবে কি এবার মোর্চার সমর্থন নিয়ে তিনি রাজু বিস্তের বিরুদ্ধে ল়ড়তে চাইছেন?
তবে ইতিমধ্য়েই বিজেপির রাজ্য নেতারা জানিয়েছেন, নির্দল হিসাবে তিনি কতটা জনপ্রিয় সেটা ভোটেই বোঝা যাবে। তবে এবার বোঝা যাচ্ছে কার্যত সবদিক বিবেচনা করেই নামছেন বিষ্ণুপ্রসাদ। তবে কি মোর্চার সঙ্গে আগাম যোগাযোগ রেখেই তিনি আগে থেকেই বেসুরো গাইছিলেন?