
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
লোকসভা নির্বাচন গোটা দেশে শুরু হয়ে গিয়েছে। শাসক–বিরোধী সবপক্ষই জোরদার প্রচার শুরু করেছে। এই আবহে এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে ‘কংগ্রেস সাহাবজাদে’ বলে সম্বোধন করেছেন। মোদী জানান, ওয়েনাড় আসনে মুখ থুবড়ে পড়বেন রাহুল গান্ধী। আর দলকে তাঁর জন্য আরও একটি নিরাপদ আসন খুঁজে বের করতে হবে। মহারাষ্ট্রের নানদেদ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে একদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। অপরদিকে প্রথম দফার ভোট দেখেই তিনি বুঝতে পেরেছেন, এটা একপক্ষের দিকে ঘেঁষে ভোট পড়েছে। আর সেটা এনডিএ’র দিকে।
এবার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শনিবার থেকে দ্বিতীয় দফার জন্য প্রচারে নেমে প্রথমেই রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন। মহারাষ্ট্রের নির্বাচনী জনসভা থেকে কার্যত আবার তিনিই ফিরবেন এটাও বোঝাতে চেয়েছেন। যেখানে ইন্ডিয়া জোট ভাল ফল করবে বলে দাবি করছেন অখিলেশ যাদব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীর দাবি, ‘আমেঠি থেকে আগেই হেরেছেন কংগ্রেস সাহাবজাদে। এবার ওয়েনাড় আসনেও হারবেন। কংগ্রেস রাজপুত্র উনি। তাই ২৬ এপ্রিলের পর তাঁর জন্য আরও একটি নিরাপদ আসন খুঁজতে হবে।’
আরও পড়ুন: উত্তর কলকাতার মুরারিপুকুরে হেলে গিয়েছে বাড়ি, ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা
এদিন সোনিয়া গান্ধীকে টেনে ইন্ডিয়া জোটের নেতাদের সমালোচনা করেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের কিছু নেতা আছেন যাঁদের নির্বাচনে লড়াই করার সাহস নেই। তাঁরা লোকসভা ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন। নরেন্দ্র মোদীর কটাক্ষ, ‘পিনারাই বিজয়ন যেভাবে কংগ্রেসকে আক্রমণ করছেন, আমরাও তেমন বলি না। এবার আমি নিশ্চিত কংগ্রেস তাদের রাজপুত্রের জন্য অন্য রাজ্যে অন্য কোনও আসন দেখতে শুরু করবে। ওয়েনাড়ে ভোট মিটলেই সেই সন্ধান শুরু হবে। এই প্রথম পরিবারের পক্ষ থেকে কোনও কংগ্রেস প্রার্থী নেই যেখানে তাঁরা বসবাস করেন। এখনই যদি এমন অবস্থা হয় বিরোধীদের, তাহলে নির্বাচনের পর ওরা কী করবে!’
মোদীর এই আক্রমণ করার কারণ হল, এখনও উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য বলেছেন, ‘দল সিদ্ধান্ত নিয়ে যেটা করবে আমিও সেটাই করব। কোন আসনে কে প্রার্থী হবে তা ঠিক হয় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে।’ মোদী জানান, কংগ্রেস জমানায় সব থেকে খারাপ পরিষেবা দেখেছেন তিনি। কংগ্রেসই কৃষক এবং গরিব মানুষের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে রাহুলের কথায়, ‘নরেন্দ্র মোদী দুর্নীতির স্কুল চালাচ্ছেন। কোরাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার তিনি নিজেই পড়ান। সঙ্গে রয়েছে ডোনেশন বিজনেস চ্যাপ্টারও। এজেন্সিকে রিকভারি এজেন্ট হিসেবে কী করে তৈরি কাজ করাতে হয়, সবটাই শেখান মোদী।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports