এবার খোদ মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করল বিজেপি। জলপাইগুড়ির একটি সভায় সম্প্রতি একটি নির্দিষ্ট বাক্য বলেছিলেন মমতা। তারপরই তা নিয়ে শোরগোল পড়ে যায়। বিজেপির দাবি, জলপাইগুড়ির সভায় মমতা ভোটারদের হিংসায় প্ররোচিত করেছেন। এরপরই এনিয়ে কমিশনে নালিশ করে বিজেপি।
ঠিক কী বলেছিলেন মমতা? কীসের পরিপ্রেক্ষিতে বলেছিলেন নেত্রী?
সূত্রের খবর জলপাইগুড়ির ময়নাগুড়িতে সম্প্রতি সভা করেছিলেন মমতা। সেখানে তিনি বলেছিলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে বিজেপির কয়েকজন কর্মী চোর চোর স্লোগান দিয়েছেন। কমিশনকে বিজেপির দেওয়া চিঠি অনুসারে জানা গিয়েছে এই নির্দিষ্ট বিজেপি কর্মীদের প্রসঙ্গে মমতা বলেছিলেন, এত বড় সাহস। আমার গাড়ি দেখে বলছে, চোর চোর! সুযোগ থাকলে জিভটা কেটে নিতাম। ভোট বলে আমি কিছু বলিনি।
এরপরই এই তিনটি শব্দকে ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। এই ধরনের শব্দ মুখ্য়মন্ত্রী বলতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। বিজেপির দাবি, মমতার এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি। রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিককে এই চিঠি দিয়েছে বিজেপি।