চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। সকাল ৮ টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। তার আগেই বিজেপির কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ তুললেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য। শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, গণনা শুরুর আগে বিজেপি এজেন্টদের ধরে ধরে ফোন করে থানায় ডাকা হচ্ছে। তারপরে তাদের রীতিমতো ভয় দেখানো হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
আরও পড়ুন: হরে কৃষ্ণ! কীর্তন করে ভোট দিতে গেলেন সাধুরা, মমতাকে খোঁচা দিয়ে ভিডিয়ো বিজেপির
বিজেপি এজেন্টদের বাধা দেওয়া হতে পারে তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি ছিল, তৃণমূল ভোট গণনাকে প্রভাবিত করার জন্য পুলিশ দিয়ে বিজেপির এজেন্টের বাধা দিতে পারে। এমনকী নাকা চেকিংয়ের নামে তাদের আটকানো হতে পারে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগই এবার শিলিগুড়ির ক্ষেত্রেও শোনা গেল।
ভোট গণনার আগে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে অমিত মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপির কাউন্টিং এজেন্টদের থানায় ডেকেছে। সম্ভবত তাদের নথিপত্র খতিয়ে দেখার জন্য তাদের থানায় ডাকা হয়েছে।’ অমিতের অভিযোগ, শিলিগুড়ির প্রধান নগর থানার এসআই বিশ্বদীপ বর্মন তাদের ফোন করে ডেকে পাঠাচ্ছেন। অমিতের প্রশ্ন, ‘আইনের কোন ধারার অধীনে এসআই বিশ্বদীপ বর্মন বিজেপির কাউন্টিং এজেন্টদের ফোন করছেন এবং তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানা ইত্যাদি জিজ্ঞাসা করছেন, কখন ইসিআই তাদের আই কার্ড দিয়েছে? তা জিজ্ঞেস করছেন? এসব কী হচ্ছে পশ্চিমবঙ্গে?’ বিজেপি নেতা জানান, ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।