শনিবার ‘শনির দশা’-য় পড়ল বিজেপি। কর্ণাটকে ক্ষমতাচ্যুত হওয়ার মধ্যেই দেশের চারটি উপ-নির্বাচনেও হতাশার মুখে পড়তে হল গেরুয়া শিবিরকে। সবথেকে জোরদার ধাক্কা খেল পঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে। চতুর্থ স্থানে নেমে গিয়েছে বিজেপি। সেইসঙ্গে ওড়িশার ঝারসুগুড়ায় হারের মুখে পড়ল। একমাত্র মুখ বাঁচাল উত্তরপ্রদেশ। সেখানে বিজেপির মুখরক্ষা করল জোটসঙ্গী আপনা দল। দুটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনেই জিতল।
উপনির্বাচনের আপডেট
— সুয়ার: সমাজবাদী পার্টির থেকে সুয়ার বিধানসভা আসন ছিনিয়ে নিল বিজেপির জোটসঙ্গী আপনা দল (সোনেলাল)। সমাজবাদী পার্টির প্রার্থী অনুরাধা চৌহানকে ৮,৭২৪ ভোটে হারিয়ে দিয়েছেন শফিক আহমেদ আনসারি।
– ছানবে: মির্জাপুর জেলার ছানবে বিধানসভা কেন্দ্র ধরে রেখেছে আপনা দল (সোনেলাল)। সমাজবাদী পার্টির কীর্তি কলকে ৯,৫৮৭ ভোটে হারালেন আপনা দলের প্রার্থী রিঙ্কি কল।
আরও পড়ুন: ২০২৪ লোকসভার আগে কর্ণাটক ভোট কি খেলা ঘোরানোর পিচ? কী বলছে নির্বাচনী গণিত, কী বলছে চেনা ট্রেন্ড!
– ঝারসুগুড়া: ২০১৯ সালের বিধানসভা ভোটের পর ষষ্ঠ উপ-নির্বাচন জিতল বিজেডি। ৪৮,৭২১ ভোটে জিতলেন বিজেডি প্রার্থী দীপালি দাস। দ্বিতীয় হয়েছেন বিজেপি প্রার্থী। দীপালি বার্সেলোনার ইউ বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। ওড়িশার কনিষ্ঠতম বিধায়ক হয়েছেন।
– জলন্ধর: ৫৮,৬৯১ ভোটে জিতেছেন আম আদমি পার্টি (আপ) সুশীলকুমার রিঙ্কু। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেসের প্রার্থী করমজিৎ কৌর চৌধুরী।। তৃতীয় হয়েছেন শিরোমণি অকালি দলের সুখবিন্দর সুখি। চার নম্বরে আছেন বিজেপি প্রার্থী।
— কর্ণাটকে ক্ষমতা হারানোর মুখে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে দক্ষিণ ভারতের রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে কংগ্রেস। আর কর্ণাটকের সেই ক্ষত আরও বাড়িয়েছে দেশের চারটি কেন্দ্রের উপ-নির্বাচন। তিনটি কেন্দ্রেই পিছিয়ে আছে বিজেপি বা বিজেপির সহযোগী দল। পঞ্জাবের জলন্ধর কেন্দ্রে লিড পেয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রার্থী। ওড়িশায় ঝারসুগুড়ায় বিজেডি প্রার্থী এগিয়ে আছেন। উত্তরপ্রদেশের ছানবেতে হারছেন বিজেপির জোটসঙ্গী আপনা দল। একমাত্র সুয়ারে এগিয়ে আছে বিজেপির জোটসঙ্গী।
– জলন্ধর: জলন্ধর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এগিয়ে আছেন আম আদমি পার্টির (আপ) সুশীল কুমার রিঙ্কু। নিকটতম প্রার্থী কংগ্রেসের করমজিৎ কৌর চৌধুরীর থেকে ৪০,১৫৩ ভোটে এগিয়ে আছেন। তাৎপূর্যপূর্ণভাবে শিরোমণি আকালি দলের প্রার্থীর থেকে আপাতত বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। তৃতীয় স্থানে আছেন তিনি।
— ঝারসুগুড়া: ওড়িশার ঝারসুগুড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এগিয়ে আছেন বিজেডি প্রার্থী (শাসক দলের প্রার্থী) দীপালি দাস। দশম রাউন্ডের গণনা শেষে ২৫,৪৮৪ ভোটে এগিয়ে আছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৭,৬৫০। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ৩১,৬৬৬।
আরও পড়ুন: Karnataka Election Result Live: কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস, ভোট শতাংশ ধরে রেখেও হারছে BJP
– ছানবে: উত্তরপ্রদেশের বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এগিয়ে আছেন সমাজবাদী পার্টির কীর্তি কল। তাঁর প্রাপ্ত ভোট ২৩,৭৫২। আপনা দলের (সোনেলাল) প্রার্থী রিঙ্কি কল পেয়েছেন ২৩,১৪৭ ভোট। অর্থাৎ ভোটের ফারাক অনেকটাই কম।
– সুয়ার: আপাতত এটাই একমাত্র কেন্দ্র, যেখানে বিজেপি বা বিজেপির সহযোগী দল আপনা দল এগিয়ে আছে। আপাতত আপনা দলের প্রার্থী শফিক আহমেদ আনসারির প্রাপ্ত ভোট ৩৬,১৭৯। সমাজবাদী পার্টির অনুরাধা চৌহানের প্রাপ্ত ভোট ৩৪,০১৫।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)