বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Panchayat Election Result Comparison: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ আজ, ২০১৮ সালের ভোটে তৃণমূলের 'স্ট্রাইক রেট' ছিল কত
Panchayat Election Result Comparison: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ আজ, ২০১৮ সালের ভোটে তৃণমূলের 'স্ট্রাইক রেট' ছিল কত
Panchayat Update: পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। গতকাল আবার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ফল প্রকাশের দিন। তবে এর আগেই বহু প্রার্থী জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যদিও ২০১৮ সালের তুলনায় সংখ্যাটা কম। গতবার তৃণমূল কংগ্রেস, বিজেপি কেমন ফল করেছিল পঞ্চায়েতে?
তৃণমূল কংগ্রেসের পতাকা
পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। শনির দশায় কাটে সেই দিনটা। রাজনৈতিক হিংসায় সেদিন প্রাণ গিয়েছে বহু মানুষের। বহু জায়গায় আবার জেজার ছাপ্পার অভিযোগ উঠেছে। জনরোষ আছড়ে পড়তে দেখা গিয়েছে শাসকদলের ওপর। কোথাও ছাপ্পা রুখতে ব্যালট বাক্স নিয়ে গিয়ে জলে ফেলা হয়েছে, আবার কোথাও তা ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আবহে গতকাল আবার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ফল প্রকাশের দিন। গ্রাম বাংলা কার দখলে? এই প্রশ্নের জবাব পাওয়ার দিন। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে আজ। আজ রাজ্যের মোট ৩৩৯টি কেন্দ্রে ভোট গণনা হবে। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য আজ থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি ভোট গণনা কেন্দ্রে এক কোম্পানি করে জওয়ান থাকবে আজ। (পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)