WB Panchayat Vote Result Latest News: 'আবেগ কাঁটা' উপড়ে ফেলল তৃণমূল, হার আনিসের দাদা-মামার, বগটুইয়ে ফুটল ঘাসফুল
2 মিনিটে পড়ুন Updated: 12 Jul 2023, 08:30 AM ISTগতবছর ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খান নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। আনিসের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে আনিসকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। এদিকে গতবছর মার্চ মাসের ২১ তারিখ বীরভূমের বগটুইতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল অন্তত ৯ জনকে। এই দুই ঘটনাতে নড়ে গিয়েছিল বাংলা।
বগটুইয়ে জয়ী তৃণমূলের, আমতায় হার আনিসের দাদা ও মামার