ISF-Police clash in Bhangar: রক্তস্নাত ভাঙড়ে মৃত্যুমিছিল, পঞ্চয়েত গণনার হিংসায় ১ ISF কর্মী সহ মৃত অন্তত ৩
1 মিনিটে পড়ুন Updated: 12 Jul 2023, 10:01 AM ISTISF Worker Dead: মনোনয়ন পর্ব থেকেই ভাঙড় অশান্ত। একাধিক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে এখানে। রাজ্যপাল একাধিকবার এসেছেন এই ভাঙড়ে। তবে ভাঙড় থেকেছে ভাঙড়েই। এই আবহে গতরাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। তাতে মৃত্যু হয়েছে হাসান আলি। এছাড়াও হিংসায় আরও অন্তত দু'জন মারা গিয়েছে।
কলকাতার হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ ISF কর্মীর