রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে দিনভর সন্ত্রাসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে প্রতিরোধের ছবি। কোথাও তৃণমূলের ছাপ্পার প্রতিবাদে ব্যালটবাক্স জলে ফেলেছেন স্থানীয়রা। কোথাও ভোট লুঠেরাকে ল্যাম্প পোস্টে বেঁধে চলেছে উত্তম মধ্যম। তবে পশ্চিম মেদিনীপুরের কাঁকসায় যা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন। সেখানে তৃণমূলি অঞ্চল প্রধান আর তার বাহিনীর বলেরো গাড়ি জ্বালিয়ে দিলেন গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এদিন কাঁকসা ব্লকের আমলাজোড়াতে পরপর কয়েকটি বুথে ভোট লুঠের ঘটনার পর আবার অশান্তি শুরু হয় বিহারপুরে। বিহারপুরে ১৩৮,১৩৯ নম্বর বুথে নিজের বলেরো গাড়িতে চেপে বেশ কিছু দুষ্কৃতী নিয়ে ভোট লুঠ করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তারক বাউরি। তাকে ঘিরে ধরে শুরু হয় প্রতিরোধ। তারপর তার গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা।দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, মানুষ যদি নিজের ভোট নিজে না দিতে পারে তার ফলে তো প্রতিরোধ তো হবেই। গণরোষে তৃণমূল নেতার গাড়ি জ্বলেছে। এতে বিরোধীদের কোনও হাত নেই। তারক বাউরি অভিযোগ অস্বীকার করেছেন।