পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে প্রথম থেকেই ক্ষেপে ছিলেন। এবার কি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার সরাসরি অধীর চৌধুরীর প্রশস্তি শোনা গেল তাঁর মুখে। সঙ্গে হুঁশিয়ারি দিলেন, পুলিশ অনুমতি না দিলেও মঙ্গলবার বহরমপুরে ৫০০০ লোকের সমাবেশ হবে।এদিন হুমায়ুন সাহেব বলেন, ‘এই অপদার্থ জেলা সভাপতিকে আমরা সরাবোই। আমি কাল বহরমপুরে সভা করব। তাতে ৫০ হাজার লোক হবে। পুলিশ অনুমতি না দিলেও সভা হবে। সেজন্য দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নিতে পারে। পুলিশ আমাদের বিরুদ্ধে কেস দিতে পারে।’এর পরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর প্রশংসা শোনা যায় হুমায়ুন কবীরের মুখে। বলেন, কংগ্রেসে থাকার সময় আমরা একবার পুলিশ সুপারকে ঘেরাও করেছিলাম। তখন আমার নেতা ছিলেন অধীর চৌধুরী। তিনি বিশ্বাস করে আমার ওপর কর্মসূচির দায়িত্ব দিয়েছিলেন। আমরা পুলিশ সুপারকে স্বীকার করতে বাধ্য করেছিলাম যে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে।বলে রাখি, ভরতপুরে টিকিট বিলি নিয়ে রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হুমায়ুন। তাঁর দাবি, বহু জায়গায় তাঁর অনুগামীদের বঞ্চিত করে জেলা তৃণমূল সভাপাতি সায়নী সিংহ রায়ের অনুগামীদের টিকিট দিয়েছে দল। যা মানতে রাজি নন হুমায়ুন।