রাজ্যে পঞ্চায়েত ভোট হিংসায় মৃত্যু হল আরও ১ জনের। কোচবিহারের তুফানগঞ্জের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত সোমবার রাতে ভোটের প্রস্তুতির সময় তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার কোচবিহার মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।বিজেপির দাবি, গত সোমবার রাতে নিজের বুথে ভোটের প্রস্তুতি সারছিলেন বিজেপি কর্মী জয়ন্ত বর্মন। তখন তাঁর ওপর বাঁশ – লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলি গুন্ডারা। তাঁর মাথায় একাধিক আঘাত করে তারা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন জয়ন্ত। জীবন্মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে কোচবিহারের একটি নার্সিং হোমে ভর্তি করেন পরিজনরা। কিন্তু ঘটনার পর থেকে আর জ্ঞান ফেরেনি জয়ন্তবাবু। বুধবার রাতে তাঁকে নার্সিংহোম থেকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়।বিজেপির তরফে জানানো হয়েছে, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করবে দল। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়েরও ডাক দিয়েছে তারা।অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, কোথাও বিজেপির ওপর হামলা হলেই তৃণমূলকে অভিযুক্ত করা হয়। এটা ঠিক নয়। কেন হামলা হল তা খতিয়ে দেখবে পুলিশ। জয়ন্তবাবুর মৃত্যুতে রাজ্যে পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮।