
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যে ১০৮ টি পৌরসভায় ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে কোভিড বিধি মেনে চলা প্রভৃতি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন রিটানিং অফিসাররা। সেই মতোই শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসতে দেখা গেল বীরভূমের সিউড়ি মহাকুমা রিটার্নিং অফিসাকে। বৈঠকে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম দলকে দেখা গেলেও গরহাজির থাকল বিজেপি। আর তানিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিন সকাল ১১ টার সময় বৈঠকে বিজেপিকে ডাকা হয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিজেপির জেলা সহসভাপতি দীপক দাস দাবি করেছেন, 'বিকেল ৪ টের সময় জেলাস্তরের যে সর্বদলীয় বৈঠক রয়েছে তার চিঠি পেয়েছি। কিন্তু, ১১টার বৈঠকের কোনও চিঠি আমরা পাইনি।' যদিও সিউড়ি মহকুমা শাসক দ্বীপাঞ্জন মুখোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দলকে বৈঠকে ডাকা হয়েছে বলেই জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার সিউড়ি মহকুমা শাসক দ্বীপাঞ্জন মুখোপাধ্যায় সিউড়ি, দুবরাজপুর ও সাঁইথিয়া তিন মহকুমার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সিপিএম, কংগ্রেস নির্বাচন নিয়ে একাধিক অভিযোগের কথাও জানায় মহকুমা শাসককে। সিপিএমের পক্ষ থেকে মতিউর রহমান একটি নির্বাচনী কেন্দ্র নিয়ে সমস্যার কথা জানান। কংগ্রেসও নিজেদের সমস্যার কথা এদিন মহকুমা শাসকের কাছে তুলে ধরে।
এদিকে, এবার পুরসভা ভোটে কারা প্রার্থী হতে পারবে না তাদের তালিকাও সিউড়ি মহকুমা শাসকের পক্ষ থেকে দলগুলোকে জানানো হয়। মহাকুমা সূত্রের খবর, গত পুর নির্বাচনে প্রার্থী ছিলেন অথচ ভোটের খরচের হিসেব জমা দেননি এরকম অনেকেই রয়েছে যারা এবার প্রার্থি হতে পারবেননা। সিউড়ির ৬৫ জন, দুবরাজপুর ৩৮ এবং সাঁইথিয়ার ৪০ জন এবার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports