চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত যখন সেমিফাইনালে খেলার প্রস্তুতি চালাচ্ছেন, সেই সময়ে রোহিত শর্মাকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন কংগ্রেস পার্টির নেতা ডঃ শামা মহম্মদ। তিনি রোহিতকে ‘মোটা’ ও ‘ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন’ বলেছেন। তাঁর এই বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনায় বিসিসিআই রীতিমতো ক্ষুব্ধ। তারা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবার রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাডও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি কংগ্রেস মুখপাত্রের উপর ক্ষুব্ধ এবং তাঁর বক্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
‘দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন’
রোহিতের ছেলেবেলার কোত দীনেশ লাডের মতে, দেশের হয়ে এত ভালো খেলেও, এই ধরনের মন্তব্য মোটেও ভালো নয়। সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে কথা বলার সময়ে দীনেশ লাড বলেন, ‘একজন ক্রিকেটার ভালো খেলছে, তাঁর অধিনায়কত্বে দল এত ভালো পারফর্ম করছে। এমন একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এমন বক্তব্য করা মোটেও ভালো নয়। এসব করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। এই বক্তব্য খুবই লজ্জাজনক।’
আরও পড়ুন: কোহলি জিরো, বাবরের তুলনায় কিছুই নয়… নাকে ঝামা ঘষে যাওয়ার পরেও হাস্যকর দাবি পাক প্রাক্তনীর
কংগ্রেস নেতা শামা মহম্মদের এহেন বক্তব্যকে বোকামিতে ভরা বলে দাবি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরিন্দর খান্না। তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি, রোহিতের মধ্যে খুব একটা পরিবর্তন হয়নি। ক্রিকেটে ফিটনেস এবং লুক খুবই বিভ্রান্তিকর একটি বিষয়। এই শরীর ও ওজন দিয়েই এত রান করেছেন তিনি। ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন রোহিত। আমাদের উচিত তাঁদের সম্মান করা। এ ধরনের বিষয় প্রকাশ্যে আসা উচিত নয়।’
তিনি আরও বলেছেন, ‘প্রত্যেকের শরীরের গঠন আলাদা। কিছু মানুষের পাতলা গড়ন হয়, কিছু মানুষের আবার গড়ন মোটার দিকে। ১৬-১৭ বছর ধরে টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন রোহিত। তাঁর সমালোচনা করার অধিকার আপনার নেই।’
প্রতিবাদ করেছেন বিসিসিআই সচিবও
শামা মহম্মদের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। তিনি বলেছেন, ‘একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে এমন তুচ্ছ মন্তব্য করা খুবই দুঃখজনক, দলের একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝখানে। এতে দল ও খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এ ধরনের মন্তব্য না করার জন্য অনুরোধ করা হল।’
তিনি যোগ করেছেন, ‘প্রতিটি ক্রিকেটার নিজেদের সেরাটা দিচ্ছে। রেজাল্টও দেখা যাচ্ছে। আশা রাখব, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিগত প্রচারের জন্য এই ধরনের অবমাননাকর বক্তব্য করা থেকে বিরত থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তি।’
আরও পড়ুন: কোহলির কাটাঘায়ে নুনের ছিঁটে- ফিলিপস কীভাবে ক্যাচটা নিয়েছেন, অভিনয় করে বিরাটকে বোঝালেন জাদেজা- ভিডিয়ো
শামা মহম্মদের ব্যাখ্যা
তাঁর মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হতেই ব্যাখ্যা দিয়েছেন শামা মহম্মদ। তিনি বলেছেন, ‘আমার টুইটের উদ্দেশ্য কাউকে অপমান করা ছিল না। টুইটের মাধ্যমে আমি বলেছিলাম যে, একজন খেলোয়াড় হিসেবে রোহিতের ওজন বেশি। আমি কোনও বডি শেমিং করিনি। কিংবা এই শরীর লজ্জাজনক নয়। আমি বলেছিলাম যে, তিনি এমন একজন অধিনায়ক, যাঁর খুব বেশি প্রভাব নেই। আমি তাঁকে অন্য অধিনায়কের সাথে তুলনা করেছি।’