'বসির চাচা'কে চেনেন না খুব কমই মানুষ আছেন। যেখানে পাকিস্তানের খেলা হয় সেখানেই পতাকা হাতে পৌঁছে যান তিনি। পাকিস্তান দলের অন্ধ ভক্ত বসির চাচা। ভারতের মাটিতে বিশ্বকাপ, ফলে সেখানে অংশ নেবে পাকিস্তান। বাবরদের ভারতে আসার আগেই পৌঁছে গিয়েছেন বসির চাচা। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তাঁকে। পাকিস্তানের পতাকা হাতে দলের জন্য অপেক্ষা করছেন তিনি।
বিমানবন্দরের বাইরে বাবররা বেরিয়ে আসতেই পতাকা ওড়াতে থাকেন বসির চাচা। সেই সঙ্গে বাবরদের জন্য স্লোগানও দিতে থাকেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। বসির চাচার সামনেই ছিলেন এক পুলিশকর্মী। তিনি হঠাৎ বসির চাচার দিকে এগিয়ে যান, এবং তাঁকে আটক করে বেশ কিছু প্রশ্ন করেন। প্রথমত তাঁকে পতাকা দেখাতে বারণ করেন সেই পুলিশকর্মী। এমনকী সেই পাক সমর্থকের থেকে পাসপোর্ট এবং বেশ কিছু নথি দেখতে চান তিনি। যদিও বসির চাচা সব নথিই পুলিশকে দেখান। তারপরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এবারের বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে যখন যেই শহরে পাকিস্তান দল থাকবে, সেই শহরে নিরাপত্তা যে বেশ আটোসাটো থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনই হায়দরাবাদেও নিরাপত্তার কোনও খামতি রাখেনি সেখানকার পুলিশ। যদিও বসির চাচাকে এই আটকের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নেট মাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, বসির চাচাকে হেনস্থা করা হয়েছে। তবে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে এই নিয়ে কোনও কিছুই জানানো হয়নি।
২০১৬ সালের পর ফের ভারতের মাটিতে খেলতে এসেছে পাকিস্তান দল। ফলে গোটা দেশে বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে যেইসব শহরে পাকিস্তান দল থাকবে এবং ম্যাচ খেলবে। কলকাতাতেও পাক দলের দুটি ম্যাচ রয়েছে। কিন্তু সেই ম্য়াচ দেরি রয়েছে। তার আগে দেশের অন্য শহরে ম্যাচ খেলবেন বাবররা। তারপর কলকাতায় আসবেন। তবে তার আগে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামতে হবে পাক দলকে। আগামী ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারত-পাক মহারণ। আর এই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চরমে। প্রথম দিনই যখন অনলাইনে টিকিট ছাড়া হয়, মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। ফলে এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে ক্রিকেট মহলে। তবে এটা ঠিক আগামী ১৪ অক্টোবর হাউসফুল স্টেডিয়াম দেখা যাবে ভারত-পাক ম্যাচে।