বুধবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে বধ করে বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। এদিন প্রথম সেমিফাইনাল ম্যাচে ঘটে একাধিক মনে রাখার মতো মুহূর্ত। বিরাট কোহলির ৫০তম শতরান থেকে শুরু করে মহম্মদ শামির ৭ উইকেট, সবকিছুই আনন্দ দিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের। আনন্দ দিয়েছেন শ্রেয়স আইয়ারের একদিনের ক্রিকেটে পঞ্চম শতরানও। তবে নিউজিল্যান্ডের তরফ থেকেও ডারিল মিচেলের শতরান প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। টিম ইন্ডিয়ার এই জয়ে গোটা ক্রিকেট বিশ্ব খুশি হলেও, ভালো চোখে নেননি প্রাক্তন পাক তারকা সিকন্দর বখত। পাকিস্তানের এক টিভি চ্যানেলে তিনি অভিযোগ করেন, রোহিত শর্মা রীতিমতো ষড়যন্ত্র করে টস জেতেন। তবে তাঁকে পাল্টা কটাক্ষ করেন তাঁরই দলের প্রাক্তন ক্রিকেটাররা।
পাকিস্তানের এক বিখ্যাত টিভি চ্যানেলে বখত বলেন, 'দেখুন আপনাকে একটা ষড়যন্ত্রের কথা জানাই? টসের সময় রোহিত শর্মা কয়েন ঘুরিয়ে অনেক দূরে ফেলেন যাতে বিপক্ষ দলের অধিনায়ক এগিয়ে গিয়ে দেখতে না পায় কি পড়েছে হেড না টেল।' এমনকি সেই বক্তব্যের ক্লিপটিও তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। কিন্তু ধোপে টিকলোনা তাঁর যুক্তি। তাঁর এই বক্তব্যের সমালোচনা করেন তাঁরই দলের প্রাক্তন খেলোয়াড়রা। প্রাক্তন স্পিডটার ওয়াসিম আক্রমের বক্তব্য, 'কয়েন কোথায় পড়বে কেউ ঠিক করে দেয় না। এই অযুক্তিকর কথার জন্য আমি লজ্জিত।' মঈন খানের বক্তব্য, 'উনি বেকার কথা বলছেন। এগুলোর কোনও মানে হয়না। সবাই বিভিন্ন পদ্ধতিতে কয়েন ঘোরায় টসের জন্য।' নিন্দা করেন শোয়েব মালিকও। তিনি জানান, 'এগুলো নিয়ে বেশি আলোচনা করাই উচিত না। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।'
উল্লেখ্য, বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে তারা। এদিন নিজের ৫০তম শতরানটি করেন বিরাট কোহলি। তাঁর সংগ্ৰহ ১১৩ বলে ১১৭। এছাড়াও এদিনের ম্যাচে এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বল খেলে করেন ১০৫ রান। অর্ধশতরান করেন ওপেনার শুভমন গিলও। তিনি অপরাজিত থাকেন ৮০ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন টিম সাউদি এবং একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
জবাবে রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১১৯ বল ১৩৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ডারিল মিচেল। এছাড়াও অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৭৩ বলে ৬৯। ভারতীয় বোলারদের মধ্যে বল হাতে ৭টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ শামি। এছাড়াও একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, মহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের। এবার দেখার বিষয়, গোটা টুর্নামেন্ট জুড়ে যা পারফরম্যান্স করেছে, তা অব্যাহত রাখতে পারে কিনা ভারত।