শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ইংরেজি ধারাভাষ্যে একটা কথা খুব প্রচলিত রয়েছে 'রান ফেস্ট'। যার অর্থ রানের উৎসব। চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এই 'রান ফেস্ট' অর্থাৎ রান উৎসবের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। ওয়াংখেড়েতে এই সেমিফাইনাল ঘিরে উত্তেজনা, উন্মাদনার পারদ চড়েছিল অনেক আগে থেকেই। ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ক্রিকেট ভক্তদের নিরাশ করেনি ভারত এবং নিউজিল্যান্ড দুই দল। ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাটেই একেবারে রানের বন্যা বয়ে গিয়েছে। আর এর ফলেই ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এক নয়া নজির গড়েছে ভারত এবং নিউজিল্যান্ডের এই ম্যাচ।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে এক ম্যাচে সর্বাধিক রান ওঠার নজির তৈরি হয়েছে এই ম্যাচে। প্রসঙ্গত এই ম্যাচ হল প্রথম ম্যাচ নক আউট পর্বে যেখানে ৭০০'র বেশি রান উঠেছে। ফলে এই ম্যাচ ভেঙে দিয়েছে ২০১৫ সালের ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের রেকর্ড। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে দুই দল করেছিল মোট ৬৪৩ রান। কাকাতলীয়ভাবে দুই ক্ষেত্রেই ম্যাচে একটি দল হিসেবে খেলেছে নিউজিল্যান্ড। তারা ২০১৫ সালে জয় পেলেও ২০২৩ সালের বিশ্বকাপে তারা প্রথম সেমিফাইনালে হেরে গিয়েছে।
ম্যাচে বুধবার প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ৪ উইকেট হারিয়ে করে ৩৯৭ রান। জবাবে রান তাড়া করতে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেও নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় ৩২৭ রানে। ফলে দুই দল মিলিয়ে ম্যাচে ১৪ উইকেটের বিনিময়ে তোলে ৭২৪ রান। ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরান। ভারতের হয়ে জোড়া শতরান করেছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি এদিন ১১৩ বলে ১১৭ রান করেন। শ্রেয়স আইয়ার মাত্র ৭০ বলে করেন ১০৫ রান। শুভমন গিল অপরাজিত থাকেন ৮০ রানে। অন্যদিকে নিউজিল্যান্ড দলের হয়ে ডারিল মিচেল ১৩৪ রান করে আউট হন। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৬৯ রান।