শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ব্যাটিং হোক বা বোলিং বা ফিল্ডিং তিন বিভাগেই ঘোরতর সমস্যায় পড়তে হয়েছে জোস বাটলারদের। ম্যাচের পর ম্যাচ ধরে সমস্যা চলছেই। রবিবার ২৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে এই ম্যাচেও জো রুট, বেন স্টোকসদের ব্যর্থতার ছবি বদলাল না। আর ব্যাটিং ব্যর্থতার দিনে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এক লজ্জার নজিরের তালিকায় জায়গা করে নিলেন ইংল্যান্ড ব্যাটাররা।পুরুষদের ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবার ঘটে গেল এই ঘটনা। যেখানে টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার হয় এলবিডব্লিউ না হয় বোল্ড আউট হলেন। এই তালিকায় প্রথমে রয়েছে ১৯৭৫ সালের পূর্ব আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচ। দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৮৭ সালের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ২০১১ সালের নিউজিল্যান্ড বনাম কেনিয়া ম্যাচ রয়েছে তৃতীয় স্থানে। ২০১১ সালের অপর একটি ম্যাচ কানাডা বনাম পাকিস্তানেও ঘটেছিল এই ঘটনা। এরপর ফের এই ঘটনা ঘটে গেল ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে। যেখানে জো রুট, বেন স্টোকসরা একভাবে আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এদিন ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড দল ওপেনিং জুটিতে তুলে ফেলে ৩০ রান। এরপরেই জসপ্রীত বুমরাহর বলে বোল্ড আউট হয়ে যান ডেভিড মালান। এরপরের বলেই এলবিডব্লিউ আউট হন জো রুট। কয়েক ওভার পরেই বেন স্টোকসকে বোল্ড করে দেন মহম্মদ শামি। শামি তার পরের বলেই জনি বেয়ারস্টোকে বোল্ড করে দেন। এরপরে কুলদীপ যাদবের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে যান ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫২/৫। ভারতের ২২৯ রান তাড়া করতে গিয়ে মাত্র ১২৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০০ রানের বিরাট ব্যবধানে হারতে হয় জো রুটদের।