বাংলা নিউজ > ক্রিকেট > Who is Colonel NJ Nair: ইডেনে স্ট্যান্ডের নামকরণ কর্নেল এনজে নায়ারের সম্মানে, কে ছিলেন এই সেনা আধিকারিক?
ভারতীয় মহিলা দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে সিএবি। তাঁর নামে ইডেন গার্ডেন্সে একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে বলে ঘোষণা হয় সম্প্রতি। ঝুলন গোস্বামীর পাশাপাশি ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ হচ্ছে কর্নেল এনজে নায়ারের নামেও। তবে কে এই কর্নেল এনজে? উল্লেখ্য, নীলকান্তন জয়চন্দ্রন নায়ার ভারতীয় সেনার আধিকারিক ছিলেন। তিনি সেনার একমাত্র অফিসার যিনি কি না, অশোক চক্র এবং কীর্তি চক্র পেয়েছেন। সেই অর্থে তিনি ভারতীয় সেনার সবথেকে বেশি সম্মাননা পাওয়া আধিকারিকও বটে। (আরও পড়ুন: ইলন মাস্কের নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ? এককথায় মার্কিন ধনকুবের বললেন...)