Michael Clarke on Rohit Sharma Retirement: রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। গত অক্টোবর মাসে ভারত যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারে তারপর থেকেই এই জল্পনার জন্ম। ১২ বছর পর দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ হারের পর থেকেই রোহিতের ‘রিটায়ারমেন্ট’ নিয়ে গুজব আরও জোরালো হয়। সেই আলোচনাই যেন বাস্তব রূপ পায় যখন ভারত ১-৩ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজিত হয়।
কিন্তু রোহিত শর্মা যেভাবে ফিরে এলেন, সেটা কেবল তিনিই পারেন। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছন্দে ফিরলেন ও ভারতীয় দলকে আইসিসি ট্রফি জয়ের রাস্তায় ফেরালেন। এটি ছিল মাত্র নয় মাসের মধ্যে তাঁর দ্বিতীয় ICC ট্রফি, গত জুনে স্মরণীয় টি২০ বিশ্বকাপ জয়ের পর চ্য়াম্পিয়ন্স ট্রফি জয়।
অনেকে ভাবছিলেন, এটিই বুঝি তাঁর শেষ। কিন্তু রোহিত সকল জল্পনার ইতি টানেন। একটি অবাক করা ঘোষণা করেন রোহিত শর্মা। তিনি জানান, ‘আমি ওডিআই থেকে অবসর নিচ্ছি না।’
রোহিত কতদিন খেলবেন, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন, বা হয়তো বিসিসিআই। তবে একটা বিষয় নিশ্চিত, রোহিত শর্মার ভাবনায় রয়েছে ২০২৭ বিশ্বকাপ। এবং সেই লক্ষ্য পূরণে যতটা দরকার, ততটা তিনি করবেন। ২০২৩ সালের বিশ্বকাপে দেশের মাটিতে এতটা কাছে এসেও ট্রফি হাতছাড়া করার যন্ত্রণা তাঁকে আর একবার চেষ্টা করতে অনুপ্রাণিত করছে। যদিও তখন রোহিত শর্মার বয়স হবে ৪১, কিন্তু বয়স নিয়ে রোহিত মোটেও চিন্তিত নন।
তবে রোহিত শর্মার অবসর নিয়ে অবাক করা এক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি চান রোহিত যেন ৪৫ বছর পর্যন্ত খেলা চালিয়ে যান। যদিও আধুনিক যুগে এমনটা খুবই অস্বাভাবিক, তবুও ক্লার্ক অনুরোধ করেছেন রোহিতকে খেলা চালিয়ে যাওয়ার জন্য। রোহিত সম্প্রতি আবার বাবা হয়েছেন, সেই কারণেই নাকি বিশেষ করে আবদার করেছেন রোহিত শর্মা।
মাইকেল ক্লার্কের Beyond23 Cricket Podcast-এ কথোপকথনের সময়ে এমনটা জানান অজি তারকা। মাইকেল ক্লার্ক বলেন, ‘তোমার ছেলের জন্ম হয়েছে, অনেক অনেক অভিনন্দন! খুব খুশি হয়েছি। এখনও অনেক সময় আছে বাবার দায়িত্ব পালন করার জন্য। তুমি খেলা চালিয়ে যাও, ৪৫ বছর পর্যন্ত খেলে তারপর অবসর নাও।’
আরও পড়ুন … কেন আম্পায়াররা IPL 2025-এ ব্যাটের পরীক্ষা করছেন? এই পদক্ষেপ নিয়ে মুখ খুলল BCCI
রোহিত শর্মা উত্তরে বলেন, ‘আমি আগামীকাল বাড়ি যাচ্ছি। তো বাবার দায়িত্ব পালন করার জন্য একদিনই পাচ্ছি।’ মাইকেল ক্লার্ক এরপরে বলেন, ‘আর এটাই তো ব্যাপার। মানুষ বোঝে না যে, বাড়িতে একটা দিন কাটানোই যেন দু’সপ্তাহের মতো আনন্দ দেয়। নিজের বিছানা, পরিবার, দুই সন্তানকে দেখতে পাওয়া। এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না।’
গত বছরের নভেম্বর মাসে রোহিত ও তাঁর স্ত্রী রিতিকা তাঁদের দ্বিতীয় সন্তান আহান-এর জন্মের খবর সকলের সামনে আনেন। এই কারণে তিনি পার্থে হওয়া সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারেননি। ২০১৮ সালে প্রথম কন্যা সামাইরার জন্মের সময় খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে জন্ম মুহূর্ত মিস করেছিলেন, তাই এবার তিনি পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন।
আরও পড়ুন … ২০১৬ IPL ফাইনালের স্মৃতি মনে করিয়ে কোহলি ও RCB ভক্তদের খোঁচা দিলেন প্রাক্তন SRH তারকা
রোহিত শর্মা স্মৃতিচারণা করে বলেন, ‘২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে আমি একটি টেস্ট ম্যাচ খেলছিলাম, আর তখনই সামাইরার জন্ম হয়। আমি একদিন দেরিতে বাড়ি পৌঁছেছিলাম। তখন বক্সিং ডে টেস্টের মাঝপথ। ২৯শে ডিসেম্বর, চতুর্থ দিন, অস্ট্রেলিয়া ছিল ৭ উইকেটে পড়ে। ভাবছিলাম, ‘এখন ফ্লাইট ধরতে পারব’। কিন্তু প্যাট কামিন্স আর নাথান লিয়ন পুরো সময় ধরে ব্যাট করলেন। পরদিন সকালেও ওদের আউট করতে হল। ফলে সন্ধ্যার ফ্লাইট ধরতে গিয়ে আমি দেরি করেই পৌঁছালাম।’
আরও পড়ুন … মনু ভাকেরকে পিছনে ফেলে ISSF World Cup-এ সোনা জিতলেন ১৮ বছরের শ্যুটার সুরুচি সিং
রোহিত শর্মা আরও বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ শেষে আমি বিসিসিআইকে অনুরোধ করি যেন আমাকে কিছুদিন বাড়িতে থাকতে দেওয়া হয়। বিসিসিআই একটুও না ভেবে অনুমতি দিয়ে দেয়। কোনও চাপ ছিল না আমার ওপর। ওরা বলেছিল, ‘তুমি যখন ইচ্ছা, তখনই আসো’। আর অস্ট্রেলিয়া তো এমন একটা জায়গা, যেটা কেউ মিস করতে চায় না। আমরা সকলেই এখানে খেলতে ভালোবাসি।’ রোহিতের এই আবেগঘন বক্তব্য এবং খেলার প্রতি দায়বদ্ধতা আবারও প্রমাণ করে দিল, তিনি কেবল একজন দুর্দান্ত ক্রিকেটারই নন, বরং একজন দায়িত্বশীল পরিবারপ্রেমী মানুষও।