আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পারফরম্যান্স হতাশাজনক হলেও, অধিনায়ক অজিঙ্কা রাহানে চাইলেন ইতিবাচক মানসিকতা ধরে রাখতে। স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে অজিঙ্কা রাহানে জানিয়েছেন, সামান্য ব্যবধানে হেরে যাওয়া ম্যাচগুলো থেকে শিক্ষা নেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।
চলতি আসরের ১৮তম সংস্করণে এখন পর্যন্ত ১০টি ম্যাচে কেবল ৪টিতে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫টি ম্যাচে হেরে গেছে তারা, অন্যদিকে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অজিঙ্কা রাহানে বলেন, ‘সবকিছু নিয়ে চিন্তা করা সহজ—এই ম্যাচটা জিতলে কী হতো, ওইটাতে যদি একটুখানি ভালো করতাম... কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হবেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, ইতিবাচক দিকগুলোতে বিশ্বাস রাখা এবং পরবর্তী চারটি ম্যাচে কম ভুল করা। আমাদের নিজেদের শক্তির জায়গাগুলোতে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
আরও পড়ুন … ভারতীয় দল সঠিক সময়েই বাংলাদেশ সফরে আসবে… কূটনৈতিক অস্বস্তির মাঝেও BCB-র বড় দাবি
আগামী দুটি হোম ম্যাচে রাজস্থান রয়্যালস (৪ মে) এবং চেন্নাই সুপার কিংসের (৭ মে) বিরুদ্ধে মুখোমুখি হবে কেকেআর। এই দুটি ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কেকেআর-এর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৩৬ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘পরবর্তী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাজস্থান এবং চেন্নাই প্লে-অফ রেস থেকে ছিটকে গেছে, তবু তারা ভয়ংকর হতে পারে কারণ তাদের যে হারানোর কিছু নেই। এমন দলগুলো অনেক সময় দারুণ স্বাধীনভাবে খেলে। আমাদের সঠিক মানসিকতা ও মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে এবং দিনটির উপর সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে।’
আরও পড়ুন … বৈভব সূর্যবংশী প্রসঙ্গে BCCI-কে সতর্ক করলেন গ্রেগ চ্যাপেল! সচিন-কাম্বলি-পৃথ্বীর উদাহরণ তুলে ধরলেন
এদিকে ব্যর্থ হওয়া বেঙ্কটেশকে নিয়ে বড় মন্তব্য করেছেন কেকেআর অধিনায়ক। আসলে বেঙ্কিকে বসানো হবে না কিনা তা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন রাহানে। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে বড় মন্তব্য করেছেন অজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘আমরা বেঙ্কটেশের পাশে আছি। হয়তো আগামী ইনিংসেই ও রানে ফিরবে। চারটি ম্যাচ বাকি রয়েছে। বেঙ্কটেশ ঠিক রানে ফিরবে।’
আরও পড়ুন … ধোনি-কোহলির লড়াইয়ে নাক গলাবে বৃষ্টি! এখনই RCB-র ১৬ পয়েন্ট ছোঁয়ার স্বপ্ন সফল হবে না?
শনিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্য়াচে যশস্বী জসওয়ালদের বিরুদ্ধে খেলতে নামবে অজিঙ্কা রাহানের দল। মুম্বইয়ের এই দুই ক্রিকেটারের লড়াই দেখার জন্য সকলেই মুখিয়ে রয়েছেন। কারণ কিছুদিন আগেই এই দুই ক্রিকেটারের মধ্যে অন্য লড়াই দেখা গিয়েছিল। অনেকে মনে করেন রাহানের জন্যই মুম্বই ছেড়ে গোয়ার পথে পা দিয়েছেন যশস্বী। এখন এই দুই তারকার লড়াই দেখার জন্য সকলে অপেক্ষা করছেন।