আইসিসি বিশ্বকাপ ২০২৩ শুরু হতে খুব বেশি দিন বাকি নেই, তবে তার মাঝেই সংকটের মধ্যে টিম ইন্ডিয়া। চার বছর আগের মতো, টিম ইন্ডিয়ার সামনে চার নম্বর ব্যাটসম্যান কে হবেন তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর আগে এই নম্বরে অম্বাতি রায়ডুকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু তিনি বিশ্বকাপ ২০১৯ স্কোয়াডে জায়গা পাননি। তারপর থেকে শ্রেয়স আইয়ার একদিনের আন্তর্জাতিকে এই ব্যাটিং অর্ডারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তাঁর চোট আবার টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলেছে। টি-টোয়েন্টির আন্তর্জাতিক আঙিনায় সকলের নজর কেড়েছেন সূর্যকুমার যাদব, এবার তাঁকে নিয়েই ভাবছে টিম ইন্ডিয়া। সেই কারণেই বিশ্বকাপের আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তিনি এখনও পর্যন্ত হতাশ করেছেন।এমন অবস্থায় অনেকেই ভাবছেন এরফলে টিম ইন্ডিয়ার চিন্তা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবের ভবিষ্যত কী হতে চলেছে। রোহিত শর্মা বলেন, সূর্যকুমার যাদব অবিরাম পরিশ্রম করে চলেছেন। এর পাশাপাশি রোহিতও স্বীকার করেছেন যে যুবরাজ সিংয়ের পরে টিম ইন্ডিয়ার কাছে চার নম্বরে কোনও শক্তিশালী ব্যাটসম্যান নেই। রোহিত মেনে নিয়েছেন দলে যাঁরা চার নম্বরের জন্য ফিট ছিলেন তাদের কেউ কেউ চোট পেয়েছেন বা কেউ কেউ ফর্মে নেই। হিটম্যানের মতে সেই কারণেই দলকে অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।পিটিআই-এ সূর্যকুমার যাদব সম্পর্কে জিজ্ঞাসা করা প্রশ্নে রোহিত শর্মা বলেছিলেন, ‘সূর্য খুব পরিশ্রম করছে, সে অনেকের সঙ্গে কথা বলছে। যারা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে তাদের সঙ্গে এই ফর্ম্যাট নিয়ে দীর্ঘ আলোচনা করছেন। যাতে তিনি এই ফর্ম্যাটের মানসিকতা এবং মনোভাব বুঝতে পারেন সেই কারণে সূর্য অনেক কাজ করছেন।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া সূর্য বলেছেন যে, ‘আমি জানি যে ওয়ানডেতে আমার রেকর্ড খুব খারাপ ছিল। এটা বলতে আমার কোনও লজ্জা নেই, কারণ এটাই সত্যি। তবে অধিনায়ক রোহিত এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় আমার উপর ভরসা রেখেছেন এবং এই বিষয়ে আমার সঙ্গে অনেক কাজ করছেন। দেখা যাক কীভাবে উন্নতি করা যায়, আমিও এই বিষয় নিয়ে কাজ করছি।’সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ভারতের হয়ে একটি টেস্ট, ২৬টি ওডিআই এবং ৫১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একমাত্র টেস্টে আট রান করেছেন সূর্য। এর পরে, তিনি ওয়ানডেতে মাত্র ২৪ গড়ে ৫১১ রান করেছেন, তাঁর অ্যাকাউন্টে দুটি অর্ধশতক রয়েছে। এবার আসা যাক T20 আন্তর্জাতিক সম্পর্কে। এখানে সূর্য ৪৯টি ইনিংসে ৪৫.৬৪ গড়ে এবং ১৭৪.৩৪ স্ট্রাইক রেটে মোট ১৭৮৯ রান করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতকও করেছেন সূর্যকুমার যাদব। এমন অবস্থায় যদি সূর্য একদিনের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে বিশ্বকাপের আগে ভারতীয় দলের শক্তি বেড়ে যাবে এটা বলাই যায়।