বৃহস্পতিবার আইসিসি টি২০ বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০২২ বিশ্বকাপ সেমির বদলার ম্যাচ রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের কাছে। অধিনায়ক এবং কোচ হিসেবে দায়িত্ব নিয়েই টি২০ বিশ্বকাপে রোহিত-দ্রাবিড়রা এই ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড বেশ ভালো ভারতীয় দলের। কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যতটা সফল অধিনায়ক রোহিত শর্মাও সফল। হয়ত বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু পরপর দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে গত একবছরে দলকে নিয়ে গেছেন দ্রাবিড়রা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। এবার দ্রাবিড়ের জন্যই বিশ্বকাপ জিততে হবে, বলছেন প্রাক্তন ভারতীয় তারকা।
আরও পড়ুন-আন্ডার ১৯ থেকে শুরু, আইসিসি ইভেন্টে ফুল মার্কস মার্করামের! অধিনায়ক হিসেবে রয়েছে ১০০% জয়ের রেকর্ড
রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলেছে ভারত। দুই ক্ষেত্রে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার অবশ্য বদলা নিয়ে তাঁদেরকেই আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ভারত, যদিও টি২০তে কাউকে ছোট করে দেখা যায় না। সেখানে ইংল্যান্ডের কাছে হারের অভিজ্ঞতা থাকায় ম্যাচের আগে বাড়তি সিরিয়াস টিম ইন্ডিয়া। এরই মধ্যে রাহুল দ্রাবিড়ের জন্যই দলের ক্রিকেটারদের বিশ্বকাপ জেতার আহ্বান জানালেন প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী তারকা বীরেন্দ্র সেহওয়াগ।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া-পাকিস্তানকে হারিয়ে শেষ চারে রোহিতরা! একঝলকে ভারতের রোড টু সেমি
নজফগড়ের নবাব বীরু বলছেন, ‘২০১১ সালে আমরা বিশ্বকাপ জেতার চেষ্টা করেছিলাম খুব সচিন তেন্ডুলকরের জন্য। সেরকমভাবেই এবারও টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া লড়াই দেওয়া উচিত তাঁদের হেডস্যার রাহুল দ্রাবিড়ের জন্য।ক্রিকেটার হিসেবে তো দ্রাবিড় কখনও বিশ্বকাপ জিততে পারেননি, অন্তত কোচ হিসেবে যদি তিনি সেটা পারেন, তাহলে তাঁর কাছে বিষয়টা খুবই আনন্দের হবে। রোহিত শর্মার ব্যাটিংও অত্যন্ত উপভোগ করেছি। অস্ট্রেলিয়া ম্যাচে ভেবেছিলাম হয়ত পাওয়ার প্লে পর্যন্ত খেলবে, কিন্তু আরও কিছুটা বেশি খেলে সকলকেই মনোরঞ্জন করিয়েছে রোহিত শর্মা ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেও শেষ চারে!একঝলকে ইংরেজদের রোড টু সেমি
প্রসঙ্গত ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠলেও রাহুল দ্রাবিড়দের ভারতীয় দল জোহানেসবার্গে সেবার হেরে যায় সেই অস্ট্রেলিয়ার কাছেই। এরপর ২০ বছর পর ফের দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত, এবারও হারতে হয় ব্যাগি গ্রিন্সদের কাছেই। সেই অস্ট্রেলিয়া চলতি টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই কারণেই সেহওয়াগের এমন উক্তি রাহুল দ্রাবিড়ের জন্য।