আইসিসি টি২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটি ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তবু তাঁরা জায়গা করে নিয়েছে শেষ চারে। গ্রুপ স্টেজের পর সুপার ৮ রাউন্ডেও একটি ম্যাচে জস বাটলারের দল হেরে যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যাওয়ায় ফিল সল্টরা সেমির টিকিট হাতে পাওয়ার দিকে একধাপ এগিয়ে ছিল। এরপর দঃ আফ্রিকা দল ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়ায় বাটলারের ইংল্যান্ড সেমিতে চলে আসে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার সেমিফাইনালে মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্টদেরই। গতবার এই ভারতকে শেষ চারে হারিয়েই ফাইনালে উঠে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ইংরেজরা। ফের একবার ভারতীয় দলের সামনেই পড়েছে তাঁরা।
আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড
একঝলকে ইংল্যান্ডের রোড টু সেমি…
গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৩৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এক্ষেত্রে ইংল্যান্ড বোলাররা তেমন আঁটোসাটো বোলিং করতে পারেননি, ২০০র গণ্ডি টপকে যায় অজিরা
গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারায় ইংরেজরা।
গ্রুপ স্টেজের অন্তিম ম্যাচে ডাকওয়ার্থ লেউইস পদ্ধতিতে নামিবিয়ার বিপক্ষে ৪১ রানে জেতে জস বাটলারের ইংল্যান্ড
আরও পড়ুন-বিশ্বকাপে দুই অধিনায়কের কীভাবে এত মিল? দেখে মনে হবে যজম ভাই রোহিত-বাটলার
সুপার ৮ রাউন্ডে কেমন পারফরমেন্স ইংল্যান্ডের?
সুপার ৮ স্টেজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ইংল্যান্ড, ১৮১ রান তাঁড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সল্ট, বাটলাররা
সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় ইংল্যান্ড, দঃ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরে বসে বাটলারের দল। কাছাকাছি গিয়েও ৭ রানে ম্যাচ হেরে যায় ইংল্যান্ড
এই রাউন্ডের শেষ ম্যাচে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দুরমুশ করে দেয় ইংল্যান্ড, ১০ উইকেটে জিতে নেয় সেই ম্যাচ
আরও পড়ুন-জাদেজার থেকে অক্ষর-কুলদীপ ভালো, খারাপ ফর্ম শুরু হতেই খোলস ছেড়ে বেরলেন মঞ্জরেকর
ফলে গতবারের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া তেমন কোনও বড় দলের বিপক্ষে জয় পায়নি। এটাই ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নামার আগে ভাবাচ্ছে ইংল্যান্ডকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের আনকোরা পিচের চরিত্র বোঝাও যথেষ্ট চাপের হতে চলেছে ইংল্যান্ডের কাছে। তাই তাঁরা চাইবেন টস জিতলে প্রথমে ফিল্ডিং নিয়ে ভারতকে অচেনা পিচে ঠেলে দিতে। অবশ্য স্লো পিচ হলে পরে ব্যাটিং করতে সমস্যায় পড়বে ইংল্যান্ডও, সেকথাও মাথায় রাখছে বাটলাররা। প্রয়োজনে তিন স্পিনারেও খেলতে পারে ইংল্যান্ড।